ad
ad

Breaking News

Mamata Banerjee

Mamata Banerjee: ভোট না থাকলে প্রধানমন্ত্রী বাংলায় আসেন ‘না’! বিজেপির ‘বাংলা দখলের’ নীতির সমালোচনায় মমতা

পুরুলিয়ার পাড়ার সভা থেকে এভাবেই নরেন্দ্র মোদিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee lashed out at Narendra Modi from Purulia neighborhood meeting.

Bangla Jago Desk : নির্বাচন না থাকলে প্রধানমন্ত্রী কিছুতেই বাংলায় আসেন না। ভোটের আগে বাংলায় এসে শুধু ভোট চান।কোনও কাজ করেন না।শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেন। পুরুলিয়ার পাড়ার সভা থেকে এভাবেই নরেন্দ্র মোদিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত সভা থেকে তিনি অভিযোগ করেন,শিক্ষকদের চাকরি খেয়েছেন মোদি।

যোগ্যদের চাকরি খেয়েছেন প্রধানমন্ত্রীর দল।তাঁর প্রশ্ন কেউ বিনাপয়সায় গ্যাস পেয়েছেন ? কেউ বেটি বাঁচাও বেটি পড়াওতে ১টাকা পেয়েছেন ? বিজেপি শুধু ভাঁওতাবাজি করে বলেও সুর চড়ান তৃণমূল সুপ্রিমো। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি থেকে রেশনে চাল দেওয়ার নামে অপপ্রচার সব ইস্যুতেই দিল্লির নেতাদের তুলোধনা করেন তৃণমূল নেত্রী।

প্রশ্ন তোলেন,বাংলাকে যত এতই ভালোবাসেন তাহলে কেন আবাসের টাকা দিচ্ছেন না প্রধানমন্ত্রী,কেন ১০০দিনের টাকা আটকে রেখেছেন ? তাই বাংলায় ভোট চাইতে এলে বিজেপিকে ইভিএমে যোগ্য জবাব দেওয়ার ডাকও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চ