Bangla Jago Tv: চিরাচরিত প্রথায় এখনও পুজো হয় মহিষাদলের রায় পরিবারে।পুজোর মূল আকর্ষণ নারকেল নাড়ু দিয়ে মা দুর্গাকে নিবেদন করা হয়। পরিবারের সদস্য থেকে এলাকার মানুষ এই পারিবারিক পুজোকে সামনে রেখেই গেট-টুগেদার করেন। ৩০০ বছরের প্রাচীন এই পুজোর মাহাত্ম্য রয়েছে।কথিত আছে,তাজপুরের এই রায় পরিবারের পুজো শুরু হয়েছিল মহামারির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য।
১৭৭৮ সালে জানকী দেবীর হাত ধরেই শুরু হয় মহামায়ার আরাধনা। তারপর বংশ পরম্পরায় সেই উমাকে ঘরের মেয়ের মতো ভক্তি ভরে পুজো করা হচ্ছে।রায় বাড়ির পুজোয় মায়ের অন্যতম প্রসাদ নারকেল নাড়ু। অন্যান্য ফলমূলের মতোই নৈবদ্যতে নারকেল নাড়ু থাকে। যাঁরা পুজো দিতে আসেন তাঁরা সকলেই নারকেল নাড়ু দিয়েই পুজো দেন।
দর্শনার্থীদেরও প্রসাদ হিসাবে দেওয়া হয় নাড়ু।পুজোর কদিন জমজমাট অনুষ্ঠান হয়।যাত্রা থেকে কীর্তন,পাত পেড়ে খাওয়া দাওয়া থেকে একসঙ্গে মজা করা সবই পুজোকে কেন্দ্র করে হয়। গ্রামীণ এলাকার রায় পরিবারের পুজো দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন। শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা সকলেই পুজোয় মেতে ওঠে।