চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: একটি বচসাকে কেন্দ্র করে অশান্তির আগুন ছড়িয়ে পড়ল দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। সংঘর্ষের জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে রবীন্দ্রনগর থানা চত্বর। উত্তেজিত জনতার ছোড়া ইটে রক্তাক্ত হন একাধিক পুলিশকর্মী। (Maheshtala Clash)পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিসদের।
আরও পড়ুন: Bhangar Child Prodigy: মাত্র দু বছরেই ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে’ নাম ভাঙড়ের খুদের
জানা গিয়েছে, স্থানীয় দুটি গোষ্ঠীর মধ্যে বচসা ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রবীন্দ্রনগর থানার পুলিশ। কিন্তু সেখানে গিয়ে পুলিশের দলই উন্মত্ত জনতার নিশানায় পরিণত হয়। জনা কয়েক পুলিশকর্মীর উপর একযোগে হামলা চালায় প্রায় দেড়শো জনের এক দল যুবক।
পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। (Maheshtala Clash) ইটের আঘাতে গুরুতর জখম হন একাধিক পুলিশকর্মী। এক আধিকারিকের নাক ফেটে রক্ত ঝরতে দেখা যায়। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যেতে থাকে। এমনকি, থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাস্তাতেই দাউদাউ করে জ্বলতে থাকে সেই আগুন। পাশাপাশি, পুলিশের গাড়িতেও চলে বেপরোয়া ভাঙচুর।
Bangla Jago FB:https://www.facebook.com/Banglajagotvofficial/
এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিশাল (Maheshtala Clash)পুলিশ বাহিনী। কারা এই হামলার নেপথ্যে, তা জানতে তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ।