গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: বাংলার ধর্মীয় পর্যটনের মানচিত্রে এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে। এবার শিলিগুড়িতে গড়ে উঠতে চলেছে রাজ্যের ‘সবচেয়ে বড় শিব’ এর মন্দির। এই মেগা প্রকল্পের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দার্জিলিং সফরে এসে সাংবাদিক বৈঠকে এই ঘোষণার মাধ্যমে রাজ্যবাসীকে দিলেন এক অনন্য উপহার (Shiva Temple)।
আরও পড়ুনঃ Javed Habib: ৫ কোটি টাকার প্রতারণা! জাভেদ হাবিবের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি
বাংলায় তৈরি হতে চলেছে ‘মহাশিব’ মন্দির, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের pic.twitter.com/1AGGwDKHbF
— BanglaJago Tv (@BanglaJagotv) October 16, 2025
দার্জিলিংয়ের পাহাড়ের কোলে তৈরি হবে মন্দির। যেখানে অধিষ্ঠান করবেন বাংলার সবচেয়ে বড় শিব ঠাকুর। এই মন্দির শুধু ধর্মীয় স্থানই নয়, রাজ্যের পর্যটন ও সাংস্কৃতিক চেতনার এক নতুন কেন্দ্র হয়ে উঠবে বলেই আশাবাদী মুখ্যমন্ত্রী।
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই মন্দির তৈরির জন্য প্রয়োজনীয় জমি সরকার বিনামূল্যে দেবে এবং মন্দির তৈরির সমস্ত ব্যয়ভার নেবে রাজ্য সরকারই। তিনি বলেন, “আমি চাই, এটা সবার অংশগ্রহণে হোক। জমি বিনামূল্যে দেব, সরকার পুরোটা করবে। এর জন্য একটা ট্রাস্ট গঠন করতে হবে।” (Shiva Temple)
এর পাশাপাশি শিলিগুড়িতে একটি আধুনিক কনভেনশন সেন্টার তৈরির কথাও ঘোষণা করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় স্পষ্ট, রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপত্য নির্মাণ একটি ধারাবাহিক পরিকল্পনারই অংশ।দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম দর্শনার্থীদের জন্য থাকবে ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা। মুখ্যমন্ত্রী বলেন,”সবাই যেন নির্বিঘ্নে মন্দিরে পৌঁছাতে পারেন, সেটা নিশ্চিত করব।” (Shiva Temple)
পাহাড় সফরের শেষ দিনে মুখ্যমন্ত্রী রিচমন্ড হিল থেকে পায়ে হেঁটে জনসংযোগে বের হন। পথে পর্যটকদের সঙ্গে কথা বলেন, শুনে নেন তাঁদের অভিজ্ঞতা। পর্যটকদের কাছ থেকে খোঁজ নেন তাঁদের অভিজ্ঞতার কথা। তাঁরা কোথায় কোথায় ঘুরেছেন? কোনও অসুবিধা হয়েছে কিনা? প্রশাসনের সাহায্য পাওয়া গিয়েছে কিনা?
শিলিগুড়িতে এই মহাকাল মন্দির নির্মাণ রাজ্য সরকারের ধর্মনিরপেক্ষ উন্নয়ন দর্শনের প্রতিফলন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এই মন্দির হয়ে উঠতে পারে উত্তরবঙ্গের এক নতুন ধর্মীয়-পর্যটন কেন্দ্র। মূর্ত প্রতীক হয়ে থাকবে বাংলার ঐতিহ্য, স্থাপত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল সমন্বয়। (Shiva Temple)