ad
ad

Breaking News

Madhyamik

সোমবার থেকে শুরু মাধ্যমিক, মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন

এবছর মাধ্যমিক পরীক্ষায় জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলায়। এই জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯৩,০৬৮ জন।

Madhyamik begins from Monday, total number of candidates is 9 lakh 84 thousand 753

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: সোমবার থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। এবছর পরীক্ষা দিতে চলেছে মোট ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী। পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৬২ হাজার। ২০২৪ সালে এই সংখ্যাটি ছিল ৯ লক্ষ ২২ হাজার ৬৩৬। মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা যেমন বেড়েছে তেমনি এবারে মাধ্যমিকেও ছাত্রীর সংখ্যাও বেড়েছে। তবে পরীক্ষার্থীদের সংখ্যা বাড়লেও এ বছর অবশ্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যা কমানো হয়েছে।
এবছর মাধ্যমিক পরীক্ষায় বসবে মোট ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী। তার মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৬০৩ জন ছাত্র এবং ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী। মধ্যশিক্ষা পর্ষদের তথ্য অনুযায়ী, এবার মোট ২,৬৮৩টি স্কুলে মাধ্যমিকের সিট পড়েছে।  

এবছর মাধ্যমিক পরীক্ষায় জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলায়। এই জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯৩,০৬৮ জন। উত্তর ২৪ পরগনা জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৮৮,৯৫০ জন। মুর্শিদাবাদ জেলা থেকে এবার পরীক্ষায় বসবে ৮৪,২২৮ জন।

এই জেলায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৮,৭৫৪ জন। এর পাশাপাশি উত্তর দিনাজপুর, কোচবিহার, পুরুলিয়া এবং নদিয়াতেও এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পাঁচ হাজারের মতো পরীক্ষার্থী বেড়েছে জেলাগুলিতে।