ad
ad

Breaking News

Lok Shobha Election 2024

মমতার অভিযোগকে মান্যতা কমিশনের ইটিপিবিএমএস পদ্ধতিতে ভোটের ব্যবস্থা

রাজ্যের ১৫০০ পুলিশ কর্মী ভিনরাজ্যের ভোটের ডিউটি গেছেন।তাঁরা কেউ উত্তরপ্রদেশ,মধ্যপ্রদেশ বা অন্যরাজ্যের নিরাপত্তার কাজে মোতায়েন হয়েছেন।

Lok Shobha Election 2024 : ETPBMS voting system of the commission to uphold Mamata's complaint

Bangla Jago Desk : রাজ্যের ১৫০০ পুলিশ কর্মী ভিনরাজ্যের ভোটের ডিউটি গেছেন।তাঁরা কেউ উত্তরপ্রদেশ,মধ্যপ্রদেশ বা অন্যরাজ্যের নিরাপত্তার কাজে মোতায়েন হয়েছেন।কিন্তু তাঁরা কেউ ভোট দিতে পারছেন না বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই অভিযোগকে মান্যতা দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁরা ভোট দিতে পারবেন বলে জানিয়েছে কমিশন।সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রকে রেজিস্ট্রেশন জরুরি বলে রাজ্যের সিইও-কে কমিশনের তরফে জানানো হয়েছে।

এই অবস্থায় রাজ্যের পুলিশ কর্মীদের ভোটদানের সুযোগ তৈরি হওয়ার আশা দেখা যাচ্ছে।মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মান্যতা পাওয়ায় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সামঞ্জস্য থাকবে বলে আশা করছেন অনেকে।