ad
ad

Breaking News

Kanchanjunga Express Accident

Kanchanjunga Express Accident: উত্তরবঙ্গে রেল দুর্ঘটনার পর টনক নড়ল রেলের, ১৩০০০ শূন্যপদে লোকো পাইলট নিয়োগ

এই দুর্ঘটনায় ইতিমধ্যেই ১৫ জন মারা গিয়েছেন। আহতের সংখ্যা ছিল বহু। 

Loco Pilot Recruitment for 13000 vacancies

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : সোমবার ঘটে যাওয়া উত্তরবঙ্গের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহত রেল যাত্রীদের উদ্ধারকার্যে হাত লাগিয়ে প্রথমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল স্থানীয়রাই। তবে তারপরই তাদের জন্যেই বিরাট উপহার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এবার ভারতীয় রেলওয়ে বিদ্যমান কর্মীদের ওপর বোঝা কমানোর জন্য সহকারি লোকো পাইলটদের জন্য ১৩ হাজার টিরও বেশি নতুন শূন্যপদ তৈরি করেছে।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটি মালগাড়ির ধাক্কায় ১৫ জনের প্রাণ হারানোর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সমস্ত জোনাল রেলওয়ের জেনারেল ম্যানেজারদের জারি করা নির্দেশ অনুসারে, সহকারি লোকো পাইলটদের জন্য ১৮৭৯৯ টি শূন্য পদ রেলওয়ে বোর্ড কর্তৃক অনুমোদিত হয়েছে। এটি জানুয়ারি ২০২৪ এ ALP এর জন্য ৫৬৯৬ টি শূণ্য পদের 3.3 গুণ বৃদ্ধি পেয়েছে। এই উন্নয়নটি করা হয়েছে শুধুমাত্র অপর্যাপ্ত লোকো পাইলটদের কারণে। যারা ওভার ডিউটি করেন তারা স্বাভাবিকভাবেই ক্লান্ত হয়ে পড়েন তাদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে যাতে কোন ধরনের কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকেই বিশেষ নজর রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মাল গাড়ির ধাক্কা লাগায় বেলাইন হয়ে গিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। লাইনচ্যুত হয়ে উল্টে গিয়েছিল পিছনের দুটি কামরা। উদ্ধার কার্যে হাত লাগিয়েছিলেন স্থানীয়রা এবং রেলের আধিকারিকরা। শিয়ালদহ মুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বেলাইনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিল যাত্রীরা। ওই লাইনে বন্ধ রাখা হয়েছিল ট্রেন চলাচল। এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল সোমবার সকাল নটা নাগাদ নিউজ জলপাইগুড়ি রাঙাপানিতে।  এই দুর্ঘটনায় ইতিমধ্যেই ১৫ জন মারা গিয়েছেন। আহতের সংখ্যা ছিল বহু।