ad
ad

Breaking News

Howrah Local Train Disruption

Howrah Local Train Disruption: আমতা হাওড়া শাখায় লোকালের প‍্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, চরম যাত্রী দুর্ভোগ

প্রসঙ্গত, গত রবিবার বনগাঁ শিয়ালদা শাখায় হাবরা স্টেশনের কাছে ট্রাকের ধাক্কায় ভেঙে যায় রেলগেট। ভাগা রেলগেটের অংশ গিয়ে পড়ে ওভারের তারে।

Local pantograph broke in Amta Howrah branch

নিজস্ব চিত্র

Bangla Jago Desk : সপ্তাহের প্রথম দিনে যাত্রী হয়রানি আমতা হাওড়া শাখায়। ব্যাহত দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখা ট্রেন চলাচল। ডাউন হাওড়া আমতা লোকালের প্যানটোগ্রাফ ভেঙে বিপত্তি। প্রায় দু’ঘণ্টা পর শুরু হয় মেরামতির কাজ। সূত্রের খবর বড়গাছিয়া স্টেশনে ঢোকার মুখে ৫ঃ৪৫ মিনিট নাগাদ ডাউন আমতা হাওড়া লোকালের প্যানটোগ্রাফ আচমকাই ভেঙে পড়ে। দাঁড়িয়ে যায় ট্রেন। এরপরই দাঁড়িয়ে পড়তে থাকে একের পর এক লোকাল।

[ আরও পড়ুন : New Criminal Law: দেশে লাগু হয়ে গেল নতুন তিনটি ফৌজদারি আইন  

অফিস টাইমে আচমকাই ট্রেন চলাচল বিঘ্ন ঘটায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় ট্রেনের ভিতরে। অনেক যাত্রী ট্রেন থেকে নেবে বাস ধরে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। রক্ষণাবেক্ষণের অভাবের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। বাতিল করা হয় দুটি লোকাল ট্রেন। প্রায় দু ঘন্টার ও সময় পর ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিকরা। শুরু হয় মেরামতির কাজ। প্রায় আড়াই ঘণ্টা পর স্বাভাবিক হয় ওই শাখার ট্রেন চলাচল।

[ আরও পড়ুন : Manipur Bridge Collapse: মণিপুরে সদ্য নির্মিত সেতু ভেঙে নদীতে পড়ল ট্রাক, ভিতরে আটকে মৃত চালক

এই প্রসঙ্গে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানান, সকালবেলা হাওড়া-আমতা সেকশনে বড়গাছিয়া স্টেশন কাছে একটি ঘটনা ঘটেছে। যার ফলে দু’টো লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ার পাশাপাশি প্যান্টোগ্রাফের সঙ্গে তারটি জড়িয়ে গিয়েছে। ঘটনাস্থলে রেলের আধিকারিকরা পৌঁছন। আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

প্রসঙ্গত, গত রবিবার বনগাঁ শিয়ালদা শাখায় হাবরা স্টেশনের কাছে ট্রাকের ধাক্কায় ভেঙে যায় রেলগেট। ভাগা রেলগেটের অংশ গিয়ে পড়ে ওভারের তারে। তারপরে তার ছিড়ে লোকাল ট্রেনের দ্বিতীয় বগির গেটের সামনে পড়ে। ব্যাপক উত্তেজনা ছড়ায় যাত্রীদের মধ্যে। বারবার বিপত্তিতে প্রশ্নের মুখে রেল যাত্রী নিরাপত্তা।