চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: বাঁকুড়ার জঙ্গলে উদ্ধার হল এক পূর্ণবয়স্ক লেপার্ডের দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জয়পুর ও বিষ্ণুপুরের বিস্তীর্ণ এলাকায়। লেপার্ডের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে আতঙ্কে জঙ্গলমুখো হওয়া বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। ইতিমধ্যেই বন দফতর সতর্কতামূলক একাধিক পদক্ষেপ নিয়েছে।জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে বাঁকাদহ রেঞ্জের পচডহরার কাছে বাঁকাদহ–জয়রামবাটি রাস্তায় লেপার্ডের দেহটি উদ্ধার হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের আশঙ্কা, মৃত লেপার্ডটির সঙ্গিনী এখনও জঙ্গলে থাকতে পারে। ফলে পাতা কুড়ানো ও কাঠ সংগ্রহের কাজ আপাতত বন্ধ রেখেছেন অনেকেই। এ অবস্থায় বন দফতরের পক্ষ থেকে জয়পুর ও বিষ্ণুপুর বনাঞ্চলে বাড়ানো হয়েছে টহলদারি। গ্রামে গ্রামে চলছে মাইক প্রচার— স্থানীয়দের একা জঙ্গলে না গিয়ে দলবদ্ধভাবে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি বন্যপ্রাণের নিরাপত্তা নিশ্চিত করতে শুরু হয়েছে কড়া নজরদারি।
অন্যদিকে, লেপার্ডের মৃত্যুর ঘটনায় বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ৯ নম্বর ধারায় মামলা রুজু করেছে বন দফতর। প্রাথমিক ময়নাতদন্তে দুর্ঘটনার ইঙ্গিত মিললেও, ঠিক কোন গাড়ির ধাক্কায় লেপার্ডটির মৃত্যু হয়েছে তা জানতে প্রযুক্তিগত তদন্ত শুরু হয়েছে।বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার সত্যতা জানতেই আমরা প্রযুক্তিগত সহায়তা নিচ্ছি। পাশাপাশি, বন্যপ্রাণের নিরাপত্তা ও স্থানীয়দের সচেতনতায় সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে।