ad
ad

Breaking News

Smart classroom

দৃশ্য-শ্রাব্য মাধ্যমে স্মার্ট ক্লাসে পড়াশোনা, ই-লার্নিংয়ে আগ্রহ বাড়ছে পড়ুয়াসমাজের 

বীরভূমের সিউড়ির কাখুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে স্মার্ট ক্লাস। যেখানে অডিও ভিস্যুয়াল পদ্ধতিতে পঠনপাঠন চলবে।

Learning in smart classroom through audio-visual

Bangla Jago Desk: বীরভূমের সিউড়ির কাখুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে স্মার্ট ক্লাস। যেখানে অডিও ভিস্যুয়াল পদ্ধতিতে পঠনপাঠন চলবে। বেসরকারি স্কুলের প্রতি ঝোঁক কমাতে সরকারি স্কুলকে এই অত্যাধুনিক ছাঁচে গড়ে তোলা হচ্ছে বলে প্রাথমিক বিদ্যালয় সংসদের কর্তারা জানাচ্ছেন। পড়ুয়ারা এই নতুন পদ্ধতিতে পড়াশোনা করতে বাড়তি আগ্রহ পাচ্ছে।

[আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টে ধাক্কা আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের

শিক্ষাঙ্গনে যাতে পড়ুয়ারা আসে তার জন্য রাজ্য সরকার একগুচ্ছ প্রকল্প রূপায়ণ করেছে।কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রীর মতো প্রকল্প ছাত্র-ছাত্রীদের পড়ার প্রতি আগ্রহ বাড়িয়েছে। স্কুলে যেসব ছাত্র-ছাত্রী আসে তাদের যাতে খাবারে টান না পড়ে সেজন্য চালু করা হয়েছে মিড ডে মিল প্রকল্প। মিডডেমিল মেলায় ছাত্রদের আর দুপুরের খাবারের জন্য ভাবতে হয় না। ক্যাম্পাসে বসেই খাওয়া-দাওয়া করার সুযোগ পায় কচিকাঁচারা।

নতুন প্রজন্মের সদস্যরা যাতে আরও বেশি করে স্কুলমুখী হয় এবং আধুনিক পরিকাঠামোর সুযোগ পায়,সেজন্য রাজ্যের বহু স্কুলে চালু করা হয়েছে স্মার্ট ক্লাস। সেই আধুনিক মাণের শিক্ষাদানের সুবিধা পাচ্ছে সিউড়ির কাখুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। কারণ এই স্কুলে এখন দৃশ্য-শ্রাব্য মাধ্যমে চলছে পঠন পাঠন। বেসরকারি স্কুলে যেখানে উন্নত প্রযুক্তিতে পঠনপাঠন হয়, সেখানে সরকারি স্কুলে এতদিন চিরাচরিত পদ্ধতিতে পড়াশোনা হত। তাই মূল্যবোধ, নীতিশিক্ষার মতোই এই বিজ্ঞানভিক্তিক শিক্ষা ই-লার্নিংয়ের প্রক্রিয়াকে জোরদার করছে বলে শিক্ষকরা মনে করছেন।

[আরও পড়ুনঃ সন্দীপের বাড়ির সন্ধান মিলল,আটক সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন

প্রাথমিক স্কুলের শিক্ষকদের তরফ থেকে দাবি করা হচ্ছে, সরকারি স্কুলে এই ধরনের সুবিধা না থাকার কারণে অনেকেই রয়েছেন যারা বেসরকারি স্কুলের দিকে ঝুঁকছেন। এখন এই স্কুলে   অডিও ভিস্যুয়াল পদ্ধতি চালু হওয়ায়আধুনিক ছন্দে পঠনপাঠনের প্রক্রিয়া বিশেষ মাত্রা পাবে। আনন্দপাঠের এই আসর সরকারি স্কুলকে পড়ুয়াবন্ধু করে তুলবে বলে আশা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের। ক্লাসে ক্লাসে স্মার্ট টিভি বসানো ছাড়াও বসানো হয়েছে সিসিটিভি। যার ফলে পড়ুয়াদের খুঁটিনাটি নজর রাখতে পারবেন মাস্টারমশাইরা।