চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: এখনও জ্বলছে খিদিরপুরের অরফ্যানগঞ্জ মার্কেট। রবিবার গভীর রাতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হল খিদিরপুরের অরফ্যানগঞ্জ মার্কেট। রাত ১টা নাগাদ আগুন লাগে বহু প্রাচীন এই বাজারে, যেখানে রয়েছে তেল, (Khidirpur) মাখন ও দামী মশলার গুদাম থেকে ফল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর প্রায় ১৩০০ দোকান। এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে দমকল।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, দমকল সময়মতো পৌঁছায়নি। স্থানীয় থানায় ফোন করে সাড়া না মেলায়, তাঁরা ১০০ নম্বরে ফোন করেন। (Khidirpur) তবেই প্রায় ঘণ্টা দেড়েক পরে আসে দমকলের প্রথম ইঞ্জিন। ব্যবসায়ীদের দাবি, পর্যাপ্ত জল না থাকায় প্রথমে কার্যত কিছুই করা যায়নি। পরে গঙ্গা থেকে জল তুলে আগুন নেভানোর কাজ শুরু হয়।
আরও পড়ুন: 21st July: একুশের আবেগে বাংলায় প্রত্যাবর্তনের লক্ষ্যভেদ
এদিন সকালেও মার্কেটের একাধিক অংশে ‘পকেট ফায়ার’ জ্বলতে দেখা যায়। ব্যবসায়ীরা বলেন, দমকল যদি দ্রুত পদক্ষেপ করত, তবে এত বড় ক্ষতির মুখে পড়তে হতো না।
অন্যদিকে, ঘটনাস্থলে পৌঁছে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকল কাজ শুরু করে। তবে অরফ্যানগঞ্জ মার্কেট লাগোয়া এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় উৎসস্থলে পৌঁছতে সময় লেগেছে। দমকলের গাফিলতির অভিযোগ নস্যাৎ করেন তিনি।
Bangla Jago FB: https://www.facebook.com/Banglajagotvofficial
আগুনের উৎস ও মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়ীরা এখন সরকারি সাহায্যের দিকে তাকিয়ে। (Khidirpur) বহু পরিবার এই বাজারের ওপর নির্ভরশীল, ফলে ক্ষতির প্রভাব সুদূরপ্রসারী বলেই মত স্থানীয়দের।