ad
ad

Breaking News

কৌশিকী অমাবস্যা

কৌশিকী অমাবস্যায় প্রচুর ভক্ত সমাগম কালীক্ষেত্রে উপচে পড়ছে পুণ্যার্থী

Bengal Jago Desk: বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা। ভক্তদের ভিড় মহাপীঠ তারাপীঠ বোলপুরের কঙ্কালীতলা সতীপীঠে। অমাবস্যার এই বিশেষ তিথিকে কেন্দ্র করে সেজে উঠেছে মন্দির। বুধবার থেকেই তারাপীঠ ও কঙ্কালীতলায় আসতে শুরু করেন দূর-দূরান্তের ভক্ত থেকে শুরু করে সাধু-সন্ন্যাসীরা। কৌশিকী অমাবস্যা উপলক্ষে মনসুবা মোড় থেকে তারাপীঠ আসার পথে আলো দিয়ে সাজানো হয়েছে। ভিড় সামাল দিতে মন্দিরের বিভিন্ন জায়গায় […]

Bengal Jago Desk: বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা। ভক্তদের ভিড় মহাপীঠ তারাপীঠ বোলপুরের কঙ্কালীতলা সতীপীঠে। অমাবস্যার এই বিশেষ তিথিকে কেন্দ্র করে সেজে উঠেছে মন্দির। বুধবার থেকেই তারাপীঠ ও কঙ্কালীতলায় আসতে শুরু করেন দূর-দূরান্তের ভক্ত থেকে শুরু করে সাধু-সন্ন্যাসীরা। কৌশিকী অমাবস্যা উপলক্ষে মনসুবা মোড় থেকে তারাপীঠ আসার পথে আলো দিয়ে সাজানো হয়েছে। ভিড় সামাল দিতে মন্দিরের বিভিন্ন জায়গায় বসেছে গেট। এছাড়াও তারাপীঠ ঢোকার বহু আগেই ড্রপ গেটে আটকে দেওয়া হচ্ছে গাড়ি। সেখান থেকে ভক্তদের মন্দির পর্যন্ত আসতে হচ্ছে হেঁটে। অন্যদিকে, কৌশিকী অমাবস্যা উপলক্ষে তিনদিন ধরে প্রতিদিন দু’বেলা প্রায় ৪০ হাজার ভাণ্ডারা দেওয়া হবে কঙ্কালীতলায়।

ভাণ্ডারার জন্য কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। ভক্তদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তার জন্য পর্যাপ্ত পানীয় জল, ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা সহ অ্যাম্বুল্যান্স রাখা আছে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ও ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবকদের কাজে লাগানো হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে।বৃহস্পতিবার ভোর তিনটেয় তারা মা-কে গঙ্গাজল দিয়ে পুণ্যস্নান করানো হয়। স্বর্ণালঙ্কারে মাকে শৃঙ্গার বেশে সাজানো হয়। সঙ্গে মঙ্গলারতি ও পুজো নিবেদন করা হয়। এরপর ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের গর্ভগৃহের দ্বার। টানা পুজো শেষে দুপুর ১২টায় ভোগের জন্য মন্দির বন্ধ রাখা হয়। কঙ্কালীতলায়ও বৃহস্পতিবার সকালে মাকে স্নান করিয়ে সংকল্প করানো হয়। রাত থেকে শুরু হবে যজ্ঞ। চলবে সারারাত ধরে।

প্রচলিত মিথ অনুযায়ী, এদিন মায়ের আবির্ভাব হয় কঙ্কালীতলায়। এই পুণ্যতিথিতে মনস্কামনা পূরণে ভক্তরা হাজির হয়েছেন। কথিত আছে, সতীপীঠ কঙ্কালীতলায় পড়েছিল মা সতীর কাঁথ বা কাঁকাল। যে স্থানে এটি পড়ে সেখানে মাটি ধসে গিয়ে গর্ত হয়ে যায়। মন্দিরের পাশেই বয়ে যাওয়া কোপাই নদীর জল সেই গর্তে এসে কুণ্ডের সৃষ্টি হয়। জনশ্রুতি অনুযায়ী, এই কুণ্ডের সঙ্গে কাশীর মণিকর্ণিকা ঘাটের সরাসরি যোগ রয়েছে। কৌশিকী অমাবস্যায় এই কুণ্ডের চারপাশে যজ্ঞ করবেন দূর-দূরান্ত থেকে আসা সাধু-সন্ন্যাসীরা। তার সঙ্গেই কঙ্কালীতলা মহাশ্মশানেও করা হবে যজ্ঞ। কৌশিকী অমাবস্যা উপলক্ষে রাজ্যের বিভিন্ন মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড়। সব সতীপীঠ ও শক্তিপীঠে পুজো দিতে আসা ভক্তদের ঢল নামে।