ad
ad

Breaking News

Katwa

Katwa:কাটোয়ার বিস্ফোরণে টার্গেট খোদ তৃণমূল বিধায়ক? চাঞ্চল্যকর দাবি হেভিওয়েট নেতার

তাতে আগুনে ঘি ঢালার কাজ করেছে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য।

katwa-rajoua-bomb-blast-sand-mining-turf-war-political-controversy

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: আবারো ভয়ংকর বোমা বিস্ফোরণ বঙ্গে। কাটোয়ার রাজৌয়া গ্রামে শুক্রবার রাত ৮টা ১৫ মিনিট নাগাদ বিকট আওয়াজ শুনতে পায় স্থানীয় মানুষ। বিস্ফোরণের শব্দে তীব্র শোরগোল পড়ে। রাতের নৈশব্দতা ভেঙে বিস্ফোরণের  আওয়াজ এলাকায় তোলপাড় ফেলে।  আর্তনাদ, আতঙ্কের আবহ গ্রাস করে পুরো এলাকাকে। স্থানীয়েদর দাবি, মৃত লম্বু শেখের পরিত্যাক্ত মাটির বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল।কাটোয়ার রাজৌয়া গ্রামে বালিঘাটের দখলদারি নিয়ে বিবাদ। সেই বিবাদের জেরে  বোমাবাজির গোপন পরিকল্পনা নেওয়া হয়।(Katwa)

[আরও পড়ুনঃ Medical Corruption: মোদি জমানার বিরাট মেডিক্যাল দুর্নীতি! পর্দাফাঁস করল সিবিআই]

এ ঘটনায় মৃত্যু হয়েছে বোমা বাধায় যুক্ত থাকা এক দুষ্কৃতীর। তাছাড়াও যখন হয়েছে ওই দুষ্কৃতী তাদের আরও তিনজন। এমন বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত খোদরাজ্যের শাসকদলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]

তিনি কাটোয়ার ত্রাস জঙ্গল শেখকে নিশানা করে বলেন ” আমাকে বা আমার দলের কর্মীদের কাউকে প্রাণে মারার জন্য এই বোমা বাঁধা হচ্ছিল”। তৃণমূল বিধায়ক এর এই দাবি  শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত আনুমানিক নটা নাগাদ রাজৌরের গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণে মৃত দুষ্কৃতির নাম বরকত শেখ। তার বাড়ি বীরভূম নানুর থানার সিয়ালা গ্রামে। আর যারা জখম হয়েছে তারা সকলেই রাজৌরি গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, জখম হওয়া দুষ্কৃতী তুফান একজন দাগী দুষ্কৃতি। একাধিক অপরাধের মামলায় নাম রয়েছে তুফানের। কিছুদিন আগেই সে জেল থেকে ছাড়া পেয়েছে। তুফানি বাইরে থেকে দুষ্কৃতীদের এনে রাজৌর গ্রামের লম্বু শেখ নামে এক মৃত ব্যক্তির পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধছিল।(Katwa)

বিস্ফোরণটি হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত ও জখমরা ছাড়া আর কেউ কি এই বোমা বাধার কাজে যুক্ত ছিল সেই ব্যাপারেও খোঁজ নিচ্ছে পুলিশ। কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ বোমা বিস্ফোরণেই একজনের মৃত্যু ও তিনজনের জখম হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন।(Katwa)

এলাকাবাসীরা মনে করছেন, বালি খাদানে দখলদারি কায়েম করতে জেল থেকে বেরিয়ে জঙ্গল শেখের কথা মত তুফান চৌধুরী বোমা বাঁধছিল। তবে এত উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা বাধানোর পিছনে উদ্দেশ্য চাই থাক না কেন কাটোয়ারা রাজুর গ্রামের হওয়া বোমা বিস্ফোরণের ঘটনা নিয়ে যথেষ্টই চোরছে রাজনৈতিক পারদ। তাতে আগুনে ঘি ঢালার কাজ করেছে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য। জঙ্গল সেক এক সময় তৃণমূলেরই কর্মী ছিলেন। ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে তিনি কাটোয়ার কাউন্সিলর এবং উপ-পৌর প্রধান হিসাবে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এর ছ মাস পর তিনি পুলিশের হাতে গ্রেফতার হন। তারপর থেকে তিনি দীর্ঘ কয়েক বছর জেলেই ছিলেন। সম্প্রতি তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন বলে খবর পাওয়া যায়। রবীন্দ্রনাথ বাবুর বিস্ফোরক দাবির পরিপ্রেক্ষিতে জঙ্গল শেখ এখন ফের রাজনৈতিক চর্চার কেন্দ্র বিন্দুতে।(Katwa)