ad
ad

Breaking News

Birbhum

বীরভূমে সরকারি স্কুলে মহিলাদের ক্যারাটে প্রশিক্ষণ 

সিউড়ির প্রত্যন্ত গ্রাম এলাকার আড্ডা এস এস পি উচ্চ বিদ্যালয়ে র ছাত্রীদের শেখানো হচ্ছে ক্যারাটে। প্রসঙ্গত এই বিদ্যালয়টি অবস্থিত সিউড়ির থানার অন্তর্গত এক নম্বর ব্লকের মল্লিকপুর পঞ্চায়েতে চাঙ্গুরিয়া গ্রামে ।

Karate Training for Women in Govt School Birbhum

নিজস্ব

Bangla Jago Desk,বীরভূমের,পার্থ দাস: সিউড়ির প্রত্যন্ত গ্রাম এলাকার আড্ডা এস এস পি উচ্চ বিদ্যালয়ে র ছাত্রীদের শেখানো হচ্ছে ক্যারাটে। প্রসঙ্গত এই বিদ্যালয়টি অবস্থিত সিউড়ির থানার অন্তর্গত এক নম্বর ব্লকের মল্লিকপুর পঞ্চায়েতে চাঙ্গুরিয়া গ্রামে। এই বিদ্যালয়টির উপর প্রায় ছয় থেকে সাতটি গ্রাম নির্ভরশীল শিক্ষা দানের ক্ষেত্রে। মূলত এই সকল স্কুলের ছাত্র-ছাত্রীরা গ্রাম্য এলাকার বেশিরভাগ।

চাঙ্গুরিয়া, আড্ডা, কুতুরা ,চাদরা, গাংটে, খন্না,সহ বেশ কয়েকটি গ্রামের ছাত্র-ছাত্রীদের নির্ভর এই আড্ডা সত্য প্রসন্ন পাবলিক উচ্চ বিদ্যালয়। আর এই সকল বিদ্যালয় ছাত্র ছাত্রীরা মূলত দরিদ্র পরিবার থেকে মধ্যবিত্ত পরিবার থেকে পড়াশোনা করে। আর এই সকল ছাত্রীদের টিউশন পড়তে যেতে হয় শহর এলাকায়, টিউশন থেকে পড়ে বাড়ি ফিরতে ফেরার সন্ধ্যে হয়ে যায়। অপরদিকে বাড়ির মা বাবা চিন্তা করে। তার মেয়ে কখন বাড়ি ফিরবে টিউশন পড়ে। বা স্কুল থেকে কখন বাড়ি ফিরবে, তাই সরকারিভাবে বিদ্যালয় গুলিতে এই ক্যারাটে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। নিজেদের আত্মরক্ষা করার জন্য। মূলত এই বিদ্যালয়ে চারটি শ্রেণী কে নিয়ে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। নবম, দশম ,একাদশ ,ও দ্বাদশ শ্রেণী ছাত্রীদের যাতে কোনভাবেই তারা নিজেদের অসুবিধার সম্মুখীন পরলে আত্মরক্ষা করতে পারে। এবং কোন বান্ধবী কোন দুষ্কৃতীদের হাতে অসুবিধায় পড়লে তারাও নিজেকে সেভ করতে পারে।

সেই লক্ষ্যে স্কুলের প্রচেষ্টায় সেই আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণ দেয়া হচ্ছে ছাত্রীদের। সপ্তাহে দুদিন করে শেখানো হবে ক্যারাটে, সোমবার ও বৃহস্পতিবার আর এই ক্যারাটে শিখতে উৎসাহী ছাত্রীরা ভিড় জমিয়েছে বিদ্যালয় এর মাঠে।মূলত ছাত্রীরা আত্মরক্ষার এবং শরীরচর্চা কে ধরে রাখতে এই প্রশিক্ষণ বলে জানান স্কুল শিক্ষিকারা, সহ ক্যারাটে শিক্ষক। সরকারি বিদ্যালয়ে এরকম প্রশিক্ষণ দেওয়া শুরু হওয়াতে খুশি সে সকল ছাত্রীর অভিভাবক থেকে অভিভাবিকরা। সপ্তাহে দুদিন এই ক্যারাটে শেখানো হচ্ছে পাঁচ পিরিয়ডের পর শেখানো হচ্ছে এই ক্যারাটে প্রশিক্ষণ। যেখানে সিউড়িরই করিধ্যা এলাকা থেকে একজন ক্যারাটে শিক্ষক আসছেন সপ্তাহে দুদিন করে ছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণ দেওয়ার জন্য।