ad
ad

Breaking News

Kalyan Banerjee

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সঙ্গে রঙের উৎসবে মেতে উঠলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এর সঙ্গে সঙ্গে এদিন শ্রীরামপুরের ৫০০ বছরের প্রাচীন রাধাগোবিন্দের মন্দিরে যান সেখানে গিয়ে সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করেন।

Kalyan Banerjee joins in the festival of colors with children suffering from thalassemia

নিজস্ব চিত্র

Bangla Jago Desk: শুক্রবার দোলের দিন সকালে শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সঙ্গে দোলের উৎসবে মেতে উঠলেন। সাথে সকলের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করতে পৌঁছে গেলেন শ্রীরামপুরের রাধাগোবিন্দের মন্দিরে। 

দোলের সকালে শ্রীরামপুরের ভূমিপুত্রী, অভিনেত্রী লোপামুদ্রা সিনহার উদ্যোগে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন শ্রীরামপুরে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সঙ্গে দোলের উৎসবে মেতে উঠলেন তিনি। সাংসদ জানালেন, “আজকের এই দিনে এরা যে উদ্যোগ নিয়েছে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ, এদের প্রয়াস এই সমস্ত ছোট ছোট থ্যালাসিমিয়া আক্রান্ত শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনা, যেটা  মানবিকতার প্রতীক।” 

[আরও পড়ুন: মাথাব্যথা যদি সহ্যের মাত্রা ছাড়ায় দ্রুত চিকিৎসকের কাছে যান: পরামর্শ ডক্টর ক্যামেলিয়া পোরের]

এর সঙ্গে সঙ্গে এদিন শ্রীরামপুরের ৫০০ বছরের প্রাচীন রাধাগোবিন্দের মন্দিরে যান সেখানে গিয়ে সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করেন। তিনি বলেন, “আজকের দিনে সকলকে এই রঙিন উৎসবে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ মানুষকে নিয়ে এই উৎসব পালন করা হচ্ছে। এই উৎসবের মাধ্যমে আমরা মানুষে মানুষে ধর্মে ধর্মে বর্ণে-বর্ণে মিলিত হই এবং এইটাই হচ্ছে ভারতবর্ষের সম্প্রীতির মূল কাঠামো।”