ad
ad

Breaking News

Kaliganj Blast

Kaliganj Blast: সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ তামান্নার পরিবার

এই কারণেই তাঁরা পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং সরাসরি সিবিআই তদন্তের দাবি তুলেছেন।

kaliganj-blast-tamanna-khatun-family-seeks-justice

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: কালীগঞ্জে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন বোমার আঘাতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের।তাই এবার ন্যায় বিচারের আশায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তামান্নার পরিবার। জানা গিয়েছে, এই মামলায় আইনি লড়াইয়ে নামছেন বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। গত ২৩ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণার পর বিজয় মিছিলে তৃণমূলের পক্ষ থেকে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। সেই বিস্ফোরণেই মৃত্যু হয় চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুনের। মাত্র ৯ বছর বয়সী শিশুটি বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায়।(Kaliganj Blast)

[আরও পড়ুনঃ Kolkata High Court: বন্ধ হচ্ছে সমস্ত ইউনিয়ন রুম—কসবা গণধর্ষণ মামলায় কলকাতা হাই কোর্টের কড়া নির্দেশ]

হৃদয়বিদারক এই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা কালীগঞ্জ। তামান্নার মা সাবিনা ইয়াসমিন এখনও সেই ভয়াবহ স্মৃতি ভুলতে পারছেন না। মেয়ের মৃতদেহের বীভৎসতা বর্ণনা করতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, মেয়েকে তো আর ফিরে পাব না, অন্তত যারা ওকে মেরেছে, তাদের কঠোর শাস্তি হোক—এইটুকুই চাই।(Kaliganj Blast)

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]

ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জনের নামে এফআইআর দায়ের হলেও পুলিশ এখনো পর্যন্ত মাত্র ১৫ জনকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ তামান্নার পরিবারের। এই কারণেই তাঁরা পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং সরাসরি সিবিআই তদন্তের দাবি তুলেছেন। তামান্নার বমা জানিয়েছেন, ‘প্রথমে ভেবেছিলাম, পুলিশই বিচার দেবে। কিন্তু ঘটনার এতদিন পরেও মূল অভিযুক্তরা বাইরে, আর গ্রেফতারির নাম নেই। তাই বাধ্য হয়েই আদালতের শরণাপন্ন হতে হচ্ছে। আমরা হাইকোর্টে যাচ্ছি, যাতে নিরপেক্ষ তদন্ত হয়। সিবিআই তদন্তের আবেদন করবেন।’ গত শুক্রবারই এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে ধরা পড়েছে তৃণমূলের বুথ সভাপতি গাওয়াল শেখ ও তাঁর ছেলে বিমল শেখ। ধৃতদের কৃষ্ণনগর আদালতে পেশ করেছে পুলিশ। তবে এখন ন্যায়বিচারের জন্য এখন হাইকোর্টই শেষ ভরসা তামান্নার পরিবারে।(Kaliganj Blast)