ad
ad

Breaking News

Birbhum

নববর্ষে ভক্ত সমাগমে মুখর সিউড়ির কালীমন্দির

সেখানেও সকাল থেকেই ভক্তরা ভিড় জমিয়েছেন। মায়ের দর্শন নিতে অপেক্ষা করছেন দীর্ঘ লাইনে। সারাদিন ধরেই চলছে পুজো, আরতী ও আশীর্বাদ বিতরণ।

Kali Temple in Siuri is crowded with devotees on New Year's Eve

নিজস্ব চিত্র

Bangla Jago Desk: নববর্ষের প্রথম দিনেই ধর্মীয় ভক্তিতে মাতোয়ারা হয়ে উঠলো বীরভূমের সিউড়ি। বছরের প্রথম দিনটিকে শুভ বলে মনে করেন বহু মানুষ, আর সেই শুভ সূচনার দিনেই বীরভূমের বিভিন্ন মন্দিরে উপচে পড়ল ভক্তদের ঢল। বিশেষিত সিউড়ির মৌমাছি আনন্দময়ী কালীমন্দির এবং সিউড়ি কালীবাড়িতে সকাল থেকেই শুরু হয়েছে ব্যাপক পুজা ও আরাধনা। 

সকালে ভোরের আলো ফোটার সাথে সাথেই খুলে দেওয়া হয় মন্দিরের প্রবেশদ্বার। মৌমাছি  আনন্দময়ী কালীমন্দিরের ভক্তরা লম্বা লাইনে দাঁড়িয়ে একে একে পুষ্পাঞ্জলি দেন মায়ের চরণে। গৃহবধূ থেকে শুরু করে ব্যাবসায়ি, চাকুরীজীবী থেকে বৃদ্ধ – সকলেই বছরের শুরুতে মায়ের আশীর্বাদ নিয়ে জীবনের পথচলা শুরু করতে চান। কেউ সংসারের মঙ্গল চান, আবার কেউ ব্যবাসায়িক উন্নতির প্রার্থনা করেন, আবার কেউ শান্তি সুস্থতার প্রার্থনা করেন।

পুজারত গৃহবধূরা জানিয়েছেন, “নতুন বছরটা যেন ভালো যায়, মা যেন সব বিপদ থেকে রক্ষা করেন, এই আশা তেই প্রতি বছর প্রথম দিনে আসি পুজা দিতে”। মন্দির চত্বর জুড়ে বাজছে ঢাক উলুধ্বনি, ধুপ-ধুনো ও ফুলের গন্ধে মুখর পরিবেশ। একই ছবি সিউড়ির বিখ্যাত ভবতারিণী মায়ের কালীবাড়িতেও।

[আরও পড়ুন: পরকিয়ায় ‘কাঁটা’ পরিবার! ভিডিয়ো কলে আত্মঘাতী মামি-ভাগ্নে]

সেখানেও সকাল থেকেই ভক্তরা ভিড় জমিয়েছেন। মায়ের দর্শন নিতে অপেক্ষা করছেন দীর্ঘ লাইনে। সারাদিন ধরেই চলছে পুজো, আরতী ও আশীর্বাদ বিতরণ। মন্দির কর্তৃপক্ষের তরফে নিরাপত্তা এবং ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও রাখা হয়েছে নজর। সার্বিকভাবে নববর্ষের দিনটিতে সিউড়ির ধর্মীয় আবহে মানুষের শ্রদ্ধা, বিশ্বাস আর ভক্তির অনন্য চিত্র ফুটে উঠেছে।