ad
ad

Breaking News

Jalpaiguri

Jalpaiguri : আরও পরিষেবা ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, আসছেন ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক

ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নতুন পালক। মহকুমা হাসপাতালে নিয়োগ করা হল ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসককে

Jalpaiguri : More services in Dhupaguri Sub-Divisional Hospital, 12 specialist doctors coming

ছবিঃ নিজস্ব

Bangla Jago Desk, সুব্রত রায়, জলপাইগুড়ি: ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নতুন পালক। মহকুমা হাসপাতালে নিয়োগ করা হল ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসককে। স্বাস্থ্য দফতরের তরফে  নির্দেশিকা জারি করে নতুন ১২ জন চিকিৎসককে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে জয়েন্ট এবং ডেপুটি নার্সিং সুপার সহ ৩৫ জন নার্স মহকুমা হাসপাতালে কাজে যোগদান করেন। এবার নতুন করে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হল হাসপাতালে।  আছেন তিনজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ, তিনজন শিশু রোগ বিশেষজ্ঞ, অ্যানেথেসিস্ট দুইজন, ইএনটি সার্জেন ১ জন-সহ ১২ জন চিকিৎসক কাজে যোগ দিবেন। স্বাভাবিক ভাবেই মহকুমা হাসপাতালে ১২ জন নতুন চিকিৎসক নিয়োগ হতেই খুশির হাওয়া মহকুমা জুড়ে। দ্রুত দায়িত্ব গ্রহণ করবেন নতুন চিকিৎসকরা।

[ আরও পড়ুন: Nadia: আম বাগানের ভেতর থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার]

উল্লেখ্য, ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করার পর ধাপে ধাপে মহকুমার কাঠামো গড়ে উঠছে। ইতিমধ্যে মহকুমাশাসক, মহকুমা পুলিশ আধিকারিক নিয়োগ হয়েছে।পাশাপাশি আদালত গড়ে তোলার তোড়জোড় শুরু হয়েছে জোরকদমে। এদিকে মহকুমা হাসপাতালের কাঠামো গড়ে তোলার কাজ খুব দ্রুত শুরু হবে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

[ আরও পড়ুন: Anjana River : হারিয়ে গিয়েছে অঞ্জনা নদী, আগের অবস্থায় ফেরানোর দাবি]

গত বছরের সেপ্টেম্বর মাসের ৫ তারিখ ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনের প্রচারের শেষ লগ্নে এসে ধূপগুড়িকে মহকুমা করতে সরকারের কাছে আবেদন করবেন বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর গত ১৪ মার্চ ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের ব্যানার পাল্টে মহকুমা হাসপাতালের ব্যানার লাগানো হয়। এখন সেই হাসপাতালে মহকুমা হাসপাতালের পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।