চিত্র - নিজস্ব
Bangla Jago Desk: মালদা জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক ধর্মীয়কেন্দ্র জহুরা কালী মন্দির প্রাঙ্গণে পহেলা বৈশাখের দিন থেকে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত জহুরী তলা মেলা। এই মেলা শুধুমাত্র এক ধর্মীয় উৎসব নয়, বরং শতাব্দী প্রাচীন এক সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক। প্রতি বছর বৈশাখ মাস জুড়ে প্রতি মঙ্গল ও শনিবার এখানে বসে এই মেলা, যা স্থানীয় মানুষদের কাছে এক বিশেষ আবেগের বিষয়।
ভক্তদের ভিড়ে মুখরিত মন্দির চত্বর মেলার প্রথম দিন থেকেই দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত ভিড় জমিয়েছেন জহুরা কালী মন্দিরে। কেউ এসেছেন মানত রাখতে, কেউ বা এসেছেন কালী মায়ের আশীর্বাদ পেতে। স্নান, পুজা, প্রদক্ষিন এবং নানা আচার অনুষ্ঠানে মন্দির প্রাঙ্গন ভরে উঠেছে এক পবিত্র আবহে।
ভিড় সামলাতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সুপার সম্ভব জৈন নিজে এলাকা পরিদর্শন করেন অন্যান্য পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে। মেলার প্রতিটি কোণ নজরে রাখতে বসানো হয়েছে সি সি টি ভি ক্যামেরা, মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও সিভিক ডিফেন্স বাহিনী । বিশেষ নজরদারি চলছে যানবাহন চলাচল ও ভিড় নিয়ন্ত্রনে।
এই মেলা কেবল ধর্মীয় উৎসব নয়, পাশাপাশি এটি স্থানীয় ব্যবসায়ীদের জন্যও এক বড় উৎস। মন্দির চত্বরে বসেছে নানা ধরনের দোকানপাট, যেমন খাবার, খেলনা, পোশাক, মিষ্টি ইত্যাদির স্টল। পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা, লোকসংগীত ও নাচের পরিবেশনা, যা দর্শনার্থীদের বিনোদনের অন্যতম আকর্ষণ।
জহুরাতলা মেলা শুধু এক ধর্মীয় জমায়েত নয়, এটি মালদার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি। বৈশাখ মাসজুড়ে চলবে এই মিলনমেলা, যেখানে ধর্ম, উৎসব ও সংস্কৃতির অপূর্ব মেলবন্ধনে রচিত হবে মানবিক সম্প্রীতির এক অনন্য অধ্যায়।