চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে দর্শনার্থীদের ব্যাপক সাড়া পড়েছে রাজ্যজুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গড়ে ওঠা এই মন্দির রাজ্যের পর্যটন মানচিত্রে এক নতুন দিগন্ত তৈরি হয়েছে। সেই সঙ্গে এবার রাজ্যবাসীর কাছে পৌঁছে যাবে জগন্নাথ দেবের প্রসাদ — সরাসরি রেশন ডিলারদের মাধ্যমে।এই প্রসঙ্গে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় বীরভূম জেলা প্রশাসকের দফতরে। বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলার (Birbhum) অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বিশ্বজিৎ মোদক, জেলা ফুড সাপ্লাই অফিসার, সিউড়ির খ্যাতনামা মিষ্টির দোকান মালিকরা সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
[আরও পড়ুনঃ Rabindra Sarobar: জলে নেমেই সর্বনাশ! রবীন্দ্র সরোবরে কিশোরের মৃত্যু ঘিরে চাঞ্চল্য]
বৈঠক শেষে অতিরিক্ত জেলাশাসক বিশ্বজিৎ মোদক সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। বীরভূমের (Birbhum) মোহম্মদবাজার ব্লকের খয়রাকুরি এলাকার একটি বেসরকারি লজে তৈরি হবে জগন্নাথ দেবের প্রসাদ। সেখান থেকে জেলা খাদ্য দফতরের মাধ্যমে রেশন ডিলারদের কাছে তা পৌঁছে যাবে। এরপর প্রতিটি উপভোক্তার হাতে পৌঁছে যাবে এই প্রসাদ। এর পাশাপাশি জেলায় জগন্নাথ মন্দির দর্শনের সুযোগ করে দিতে সরকারি পরিবহন ব্যবস্থারও বিশেষ উদ্যোগ দেখা যাচ্ছে।
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/]
দক্ষিণবঙ্গ রাষ্ট্রপরিবহনের পক্ষ থেকে সিউড়ি থেকে মন্দির দর্শনের জন্য একটি বাস চালু করা হয়েছে, যার উদ্বোধন করেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক। প্রসাদ বিলির এই পরিকল্পনা জানার পর থেকেই জেলার মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মুখিয়ে রয়েছেন, কবে হাতে পাবেন জগন্নাথ দেবের প্রসাদ। ধর্মীয় আবেগ এবং সরকারের সামাজিক উদ্যোগের এই সমন্বয় নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।