ad
ad

Breaking News

Jangalmahal

জঙ্গলমহলের শান্তিরক্ষায় বাড়ছে পরিকাঠামো,নতুন থানা ভবনের মাধ্যমে চলবে নজরদারি

জঙ্গলমহলে প্রত্যন্ত এলাকায় নতুন থানার ভবন চালু হল। ঝাড়গ্রামের বেলিয়াবেড়ার নতুন ভবন থেকে আইনশৃঙ্খলা রক্ষার কাজ চলবে।

Infrastructure is growing to maintain peace in Jangalmahal

Bangla Jago Desk: জঙ্গলমহলে প্রত্যন্ত এলাকায় নতুন থানার ভবন চালু হল। ঝাড়গ্রামের বেলিয়াবেড়ার নতুন ভবন থেকে আইনশৃঙ্খলা রক্ষার কাজ চলবে। জঙ্গলমহলের শান্তি রক্ষায় ঝাড়খণ্ড সীমানা  সহ অন্যত্র বাড়ানো হচ্ছে নজরদারি। আইনের শাসন বজায় রাখার পাশাপাশি মেধাবী যুবক-যুবতীদের চাকরির পরীক্ষায় বসার সুযোগ করে দিতে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। জনকল্যাণের স্বার্থে জনসংযোগ বাড়াচ্ছেন পুলিশ কর্তারা।

[আরও পড়ুনঃ মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে ফড়নবীশ, উপ-মুখ্যমন্ত্রী হতে পারেন অজিত পাওয়ার

জঙ্গলমহলের মানুষকে শান্তিতে বসবাসের সুযোগ করে দিতেও উন্নয়নের সুফল পৌঁছে দিতে চায় রাজ্য সরকার।এই অবস্থানের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার স্পষ্ট করে দিয়েছেন। কখনও মাওবাদীগেরিলাদের মূলস্রোতে ফেরানোর মানবিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন,কখনও আবার জঙ্গলমহলের যুবসমাজের কাজের সংস্থান করার সংঘবদ্ধ প্রয়াস লক্ষ্যণীয়। সেজন্য দেওয়া হচ্ছে চাকরিমুখী নানা প্রশিক্ষণ,স্বনির্ভরতার দিশাদান করতেও রাজ্য সরকার বড় সহায়ক ভূমিকা নিচ্ছে।ঝাড়গ্রামে রয়েছে ৯টি থানাও ১টি মহিলা থানা।শান্তিরক্ষার অতন্দ্র প্রহরীদের কাজের পরিধি যেমন বাড়ছে তেমনই তাঁদের পাকাপোক্ত ভবনও তৈরি হচ্ছে। পরিকাঠামোর মাণোন্নয়ন ও নজরদারি বাড়ায় ঝাড়খণ্ড থেকে বাংলায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য কমেছে। তথ্য বলছে,খুন-জখম-ডাকাতির মতো ঘটনা বিগতবছর গুলোর তুলনায় লক্ষ্যণীয়ভাবে কমেছে। এই অবস্থায় জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকা বলে পরিচিত বেলিয়াবেড়ায় তৈরি হল থানার নবনির্মিত ভবন। এতে আইনশৃঙ্খলা রক্ষার কাজ দ্রুততরও সঠিকভাবে করা যাবে বলে পুলিশ সুপার মনে করেন।

[আরও পড়ুনঃ ফের মুখ্যমন্ত্রী পদে শপথ হেমন্তের, উপস্থিত মমতা সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা

আগে বেলিয়াবেড়া থানায় খুব ছোট বিল্ডিং ছিল। কিন্তু বর্তমানে এই থানার নতুন ভবনের তিন তলা বিল্ডিং তৈরি করা হয়েছে। বেলিয়াবেড়া থানার নব নির্মিত তিনতলা ভবনের দ্বারোদঘাঠন করে ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা আরও বলেন, ২০১৯ সালে রাজ্য সরকারের উদ্যোগে এই ভবন তৈরির কাজ শুরু হয়। বর্তমানে কাজের পরিধি বেড়েছে। মানুষ প্রথম পরিষেবা পায় থানা ভবন থেকে। শুধু ইট, বালি, সিমেন্ট, রড দিয়ে এই ভবন তৈরি হয় নি, মানুষের অংশগ্রহণে এই ভবন তৈরি হয়েছে। মানুষ যাতে পরিষেবা পেতে থানায় এসে অসুবিধার মধ্যে না পড়েন তার জন্য ভবনটি তৈরি করা হয়েছে। তাই এই ভবনটিকে সুন্দরভাবে রক্ষা করার দায়িত্ব জঙ্গলমহলের বাসিন্দাদেরই বলে জানান ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা। সেই সঙ্গে আরো জানা যায় যে বেলিয়াবেড়া থানার নব নির্মিত ওই ভবনে থানায় বিভিন্ন কাজে আসা মানুষদের বসার জায়গা রয়েছে। সেই সঙ্গে থানায় কাজে আসা মানুষদের যাতে কোন অসুবিধার মধ্যে পড়তে না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে ওই নতুন ভবনে। নতুন ভবনে থাকতে পানীয় জল সহ অন্যান্য প্রয়োজনীয় পরিষেবাও। রাজ্য সরকারের উদ্যোগে এই নতুন থানার ভবন তৈরির ফলে খুশি সর্বস্তরের মানুষ।