ad
ad

Breaking News

Mamata Banarjee

১০ দিনে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগামী ১০ দিনে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে। মঙ্গলবার নবান্নের বৈঠক থেকে নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

In 10 days, the prices of daily necessities should be reduced, the chief minister instructed

ছবিঃ সংগৃহীত

Bangla Jago Desk: আগামী ১০ দিনে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে। মঙ্গলবার নবান্নের বৈঠক থেকে নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, জিনিসপত্রের দাম নিয়ে প্রতি সপ্তাহে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিতে হবে। এইভাবে পরিস্থিতি চললে এবার আমাকে রাশ টানতে হবে।এদিনের বৈঠকে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কিছু জিনিসের দাম আগের বছরের তুলনায় বেড়েছে। আলু পেঁয়াজ, শসা, কাঁচালঙ্কা, করলা, ভেন্ডির আকাশ ছোঁয়া দাম। আলুর দাম গতবছর এই সময় ছিল ২২ টিকা।এবছর ৩৫ টাকা। কেন হল? পেঁয়াজ গত বছর ৩৫ টাকা ছিল। এবারে পঞ্চাশ টাকা। রসুনের দাম এ বছর ২৮০ টাকা। শশা আগেরবার ৬০ টাকা ছিল। এবার ৭৫ টাকা।

মুখ্যমন্ত্রী বলেন, অনেক মন্ত্রীরা রয়েছেন। ডিএম এসপিরা রয়েছেন। বাজার কমিটির সদস্যরা রয়েছেন। টাস্ক ফোর্স রয়েছে। মুনাফা করার একটা লিমিট থাকে। আগে সবজি মাছের গাড়ি আটকে ট্যাক্স নেওয়া হতো। সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। ইডি-সিবিআই এদের উপরে। ‌ আমি একটা টাস্ক ফোর্স তৈরি করেছিলাম। তাদের কাজ ছিল বাজারের দাম নিয়ন্ত্রণ করা। তারা কি নির্বাচনের সময় ঘুমিয়ে ছিল? আমি অর্ডার দিলাম, সাত দিন পর পর এই মিটিং কম্পালসারি শুরু করতে হবে।

এ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের কৃষকদের জন্য ৬৪০ কোটি টাকা আমরা ক্ষতিপূরণ দিয়েছি। আলু চাষীদের ৩২২ কোটি টাকা আমরা ক্ষতিপূরণ দিয়েছি এ বছর। তাহলে আলুর দাম বাড়ছে কেন? ২০১৯ সালে এই শস্য বীমা চালু করেছি। কেন্দ্র থেকে এক পয়সাও না নিয়ে । কিছু দালাল মুনাফা লোটার জন্য দাম যদি বাড়িয়ে দেয় আমি এটা বরদাস্ত করব না। সারপ্রাইজ ভিজিট করতে হবে। কিছু মানুষ অতিলোভী হয়ে গেছে। কৃত্রিম চাহিদা তৈরি করা হচ্ছে।