ad
ad

Breaking News

Firecrackers

দোলের আগেই উদ্ধার বেআইনি বাজি, গ্রেফতার ২

রাত পোহালেই দোল যাত্রা। তারআগে উদ্ধার বেআইনি বাজি।

Illegal firecrackers seized ahead of Holi, 2 arrested

নিজস্ব চিত্র

Bangla Jago Desk: রাত পোহালেই দোল যাত্রা। তারআগে উদ্ধার বেআইনি বাজি। হোলির আগে ধনিয়াখালিতে অভিযান চালিয়ে সাড়ে পাঁচশ কেজি বাজেয়াপ্ত করল পুলিশ। এই ঘটনার সঙ্গে যুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এখন ধৃতদের পরিচয় জানা যায়নি। তাদেরকে  শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

ধনিয়াখালী ব্লকের মির্জানগর এলাকায় বেআইভাবে বাজি তৈরি হচ্ছিল খবর পেয়ে সেখানে অভিযান চালায় হুগলি গ্রামীন পুলিশ। ডিএসপি ডিএন্ডটি প্রিয়ব্রত বক্সী, সিআই ধনিয়াখালি রাম গোপাল পাল ও ওসি ধনিয়াখালি কৌশিক দত্ত তল্লাশিতে নামতেই উদ্ধার হয় বেআইনি বাজির হদিশ। তার মধ্যে বেশ কিছু শব্দ বাজিও রয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ জমি দখলকে কেন্দ্র করে পুলিশের সাথে বচসা, তীব্র উত্তেজনা এলাকায়

এই প্রসঙ্গে  ডিএসপি জানান,পুলিশের কাছে খবর আসে বেআইভাবে কিছু বাড়িতে বাজি তৈরি করা হচ্ছে। সেই মতো বৃহস্পতিবার  পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। দুজনকে গ্রেফতার করা হয়েছে। দুটি বাড়ি থেকে বাজি ও বাজি তৈরির মসলা প্রায় সাড়ে পাঁচশ কেজি আটক করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করে আইনত ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি কল্যানীতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরনে মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ তাই বাজি তৈরীর খবর পেতেই পুলিশ নিচ্ছে কড়া ব্যবস্থা।