চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদক আটক করল পুলিশ। সেই সঙ্গে নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আরও কারা জড়িত তার খোঁজ চলছে। দম্পতি পরিচয় দিয়ে একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে এই বেআইনি মাদক মজুত করেছিল অভিযুক্তরা।
কয়েক কোটি টাকার নিষিদ্ধ মাদক ও কয়েক লক্ষ নগদ টাকা উদ্ধার করল পুলিশ। বারুইপুরে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে এস টি এফ এই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ও নগদ অর্থ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বারুইপুরের উত্তর খোদার বাজার মন্ডল পাড়ায় STF হানা দেয়। গ্রেফতার করা হয় দুই জনকে।
দম্পতি পরিচয় দিয়ে মাকলেস শেখ ও এক মহিলা ডাক্তার আব্দুর সামাদ নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন। ওই বাড়িতেই বিপুল পরিমাণ বেআইনি মাদক মজুত রাখা হয়েছিল বলে অভিযোগ। ঘটনার পর থেকে স্ত্রী পলাতক। মাকলেস শেখ উস্থির বাসিন্দা ও শাশুড়ি সেরিনা বিবি মগরাহাট এর বাসিন্দা বলে সূত্রের খবর। দুজনকে গ্রেফতার করেছে STF। ধৃতের বাড়ি থেকে আনুমানিক এক কোটি টাকার মাদক ও কয়েক লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রে খবর। ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ বাহিনী ও STF যৌথভাবে অভিযান চালায়। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ।