চিত্রঃ সংগৃহীত
Truth Of Bengal: রাকেশ চক্রবর্তী,হুগলি: হুগলি জেলার চন্ডীতলায় ঘটে গেল এক শিউরে ওঠার মতো ঘটনা। বুধবার সকাল ৯টা নাগাদ বেগমপুরের ২০ নম্বর রেলগেট সংলগ্ন একটি বাগানে স্থানীয়রা হঠাৎ দেখেন একটি কুকুর মানুষের কাটা মুন্ডু নিয়ে ঘুরছে। এই দৃশ্য দেখে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত স্থানীয়রা তৎক্ষণাৎ কুকুরটিকে তাড়িয়ে মুন্ডুটি উদ্ধার করেন এবং খবর দেন কামারকুন্ডু জিআরপি ও চন্ডীতলা থানায়।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দুই থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যেখানে কাটা মুন্ডুটি পাওয়া গিয়েছে, তার থেকে মাত্র ৩০০ ফুট দূরে হাওড়া-বর্ধমান কর্ড শাখার রেললাইন রয়েছে। সেখানেই তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মৃতদেহ।
পুলিশের প্রাথমিক অনুমান, ওই অজ্ঞাতপরিচয় যুবক কোনো দূরপাল্লার ট্রেনে সফর করছিলেন এবং ট্রেন চলাকালীন জানালা দিয়ে মুখ বের করে রেখেছিলেন। সেই সময় পাশ দিয়ে থাকা একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা লাগে এবং মুখ-মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে পোস্টের গায়ে রক্তের দাগও পাওয়া গিয়েছে, যা এই অনুমানকে আরও জোরদার করে।
ঘটনায় মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। দেহ ও কাটা মুন্ডু উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এমন অস্বাভাবিক মৃত্যু ও দৃষ্টিকটূ দৃশ্য ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
এই ঘটনা আরও একবার তুলে ধরল চলন্ত ট্রেনে জানালা দিয়ে মাথা বা শরীর বের করার বিপজ্জনক পরিণতি। পুলিশ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।