ad
ad

Breaking News

জল সরবরাহ

শুক্রবার দিনভর হাওড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্ধ থাকবে জল সরবরাহ

Bangla Jago Desk: হাওড়া পুরনিগম এলাকায় জল সরবরাহ বন্ধ রাখার নোটিশ নগর নিগমের। শুক্রবার দিনভর হাওড়া পুর নিগমের বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্ধ থাকবে জল সরবরাহ। হাওড়া পুর নিগমের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, বি-গার্ডেনের পাম্প হাউসে জল তোলার পাম্প মেরামতি করার জন্য আগামী ২৯ সেপ্টেম্বর শুক্রবার সাড়ে বারোটা থেকে বন্ধ রাখা হবে জল […]

Bangla Jago Desk: হাওড়া পুরনিগম এলাকায় জল সরবরাহ বন্ধ রাখার নোটিশ নগর নিগমের। শুক্রবার দিনভর হাওড়া পুর নিগমের বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্ধ থাকবে জল সরবরাহ। হাওড়া পুর নিগমের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, বি-গার্ডেনের পাম্প হাউসে জল তোলার পাম্প মেরামতি করার জন্য আগামী ২৯ সেপ্টেম্বর শুক্রবার সাড়ে বারোটা থেকে বন্ধ রাখা হবে জল সরবরাহ। নির্দেশিকাতে জানানো হয়েছে, ২৯ সেপ্টেম্বর শুক্রবার বেলা সাড়ে বারোটা থেকে পরদিন ৩০ সেপ্টেম্বর শনিবার সকাল পাঁচটা অবধি হাওড়া পুর নিগমের অন্তর্গত ৫০টি ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ।

বিজ্ঞপ্তি অনুযায়ী শনিবার সকাল ছয়টা থেকে জল সরবরাহ স্বাভাবিক হবে। পাম্প মেরামতির কাজের জন্যই জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত। বিজ্ঞপ্তি অনুযায়ী শুক্রবার দিনভর নির্জলা থাকবে হাওড়া ১ থেকে ৫০ নম্বর অর্থাৎ ৫০ টি ওয়ার্ড সম্পূর্ণ রূপে থাকবে নির্জলা। যাতে দিনভর জল পেতে অসুবিধা না হয় তাই সকালে রোজকার মতোই জল সরবরাহ করবে পুরসভা।১ থেকে ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সকালে যখন জল নিতে আসবে তখন যদি বাড়তি বালতি,বা জল রাখার পাত্রে পরে ব্যবহারের জন্য অতিরিক্ত জল ধরে রাখেন তাহলে সমস্যা হবে না।

কিন্তু, জল আগে থেকে ব্যবহারের জন্য তুলে না রাখা হলে এক টানা প্রায় ১৫ ঘণ্টা জল বন্ধ থাকলে সমস্যার মুখে পড়তে পারেন বাসিন্দারা। তবুও এই সমস্যার কথা ভেবে পুরসভার তরফে পানীয় জলের যোগানে ওই নির্জলা এলাকাগুলিতে গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানা গিয়েছে। তবে পাশাপাশি জলের গাড়ির জন্য অপেক্ষায় না থেকে নাগরিকদের আগে থেকে জলসংরক্ষণ করার জন্য প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হয়েছে।

Free Access