ছবি : সংগৃহীত
Bangla Jago Desk: বৃহস্পতিবার বৃষ্টির একটা পূর্বাভাস থাকলেও উৎসবে সেভাবে উৎসবের মাঝে জল ঢালেনি আবহাওয়া। তবে রাতের দিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামী দুদিন বিক্ষিপ্তভাবে অতি হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিও হতে পারে। তবে ভারি বৃষ্টির সম্ভাবনা একদমই নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
[আরও পড়ুন: আজ কী শুভ যোগ রয়েছে? জেনে নিন আপনার রাশিফল]
এদিন দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে ভাইফোঁটার দিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। চলতি মাস থেকেই ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার শুরু হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
মাসের শুরুতেই কমতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। এর সঙ্গে জানিয়েছে, ৫নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে ভারি বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আর কলকাতার এই তাপমাত্রা আগামী ৫ তেমন একটা পরিবর্তন হবে না। শহরের আকাশে পরিষ্কার থাকবে বলে জানা গিয়েছে। তবে কোথাও কোথাও অল্প-স্বল্প বৃষ্টি হলেও হতে পারে।
বৃহস্পতিবারও বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায়। এবার শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে। সূত্রের খবর, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দক্ষিণ-উত্তর দিনাজপুর ও মালদহসহ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গে চলতি মাসের ৫ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।