ad
ad

Breaking News

ইলিশ

ইলিশ আমদানি নিয়ে বৈঠকে দুই দেশের কর্তারা

Bangla Jago Desk: জি–২০ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আসার সময় শোনা গিয়েছিল এদেসে আসতে চলেছ পদ্মার ইলিশ। অবশেষে সেই জল্পনা সত্যি হল। এই রাজ্যে আসতে চলেছে পদ্মার ইলিশ। ট্রেড লাইসেন্স সংক্রান্ত কিছু জটিলতা ছিল। তা মিটে যেতেই মোট ৪০০০ মেট্রিক টন পদ্মার ইলিশ এই রাজ্যে ঢুকবে। সেই ইলিশ পাওয়া যাবে ভাইফোঁটা […]

Bangla Jago Desk: জি–২০ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আসার সময় শোনা গিয়েছিল এদেসে আসতে চলেছ পদ্মার ইলিশ। অবশেষে সেই জল্পনা সত্যি হল। এই রাজ্যে আসতে চলেছে পদ্মার ইলিশ। ট্রেড লাইসেন্স সংক্রান্ত কিছু জটিলতা ছিল। তা মিটে যেতেই মোট ৪০০০ মেট্রিক টন পদ্মার ইলিশ এই রাজ্যে ঢুকবে। সেই ইলিশ পাওয়া যাবে ভাইফোঁটা পর্যন্ত। ভারতে এবার ৫০০০ মেট্রিক টন ইলিশ রফতানির ছাড়পত্র দিয়েছে শেখ হাসিনা সরকার। তার মধ্যে দেশের অন্যান্য প্রান্তে যাবে ৮০০ থেকে ১০০০ মেট্রিক টন পদ্মার ইলিশ।

বাকি পুরোটাই পাবে এই বাংলা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সীমান্ত দিয়ে এদেসে আসবে বাংলাদেশের ইলিশ। পদ্মার ইলিশ মালদায় রফতানি নিয়ে দুই বাংলার ব্যবসায়ীদের বৈঠক হল। ব্যবসায়ীদের দাবি, ভারত-বাংলাদেশের সীমান্ত মহদিপুর দিয়ে রফতনি করা হোক ইলিশ। কী ভাবে সেই ইলিশ রফতানি হবে, তা ঠিক করতে বৈঠক হয় দুই দেশের। বৈঠকে ছিলেন, বাংলাদেশের রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান, ডিরেক্টর মোঃ হারুণ রশিদ সহ চার জনের একটি প্রতিনিধি দল।

এই বাংলার তরফে ছিলেন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক, মালদা জেলার আমদানিকারক ও ব্যবসায়ীরা।মালদা শহরের রথবাড়ি এলাকায় মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের বাণিজ্য ভবনের সভাকক্ষে আয়োজন করা হয় বৈঠকের। সেখানে উত্তরবঙ্গের জন্য মালদা জেলা দিয়ে ইলিশ আমদানি করা নিয়ে আলোচনা হয়। বৈঠকে ব্যবসায়ীরা দাবি করেন ভারত-বাংলাদেশের সীমান্ত মহদিপুর দিয়ে আমদান করা হোক পদ্মার ইলিশ।