ad
ad

Breaking News

স্বাস্থ্য দফতর

তৈরি করা হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্র, রোগীদের দুয়ারে পৌঁছে দেওয়া হবে স্বাস্থ্য পরিষেবা

Bangla Jago TV Desk : স্বাস্থ্যের পরিকাঠামো উন্নতির জন্য স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা বাড়ানো হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের খতিয়ানে দেখা গেছে, রাজ্যজুড়ে নতুন করে ৮২৪টি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে ইসলামপুরের পন্ডিতপোতা ২নম্বর পঞ্চায়েতে ও গাইসাল ২ নম্বর পঞ্চায়েতে দুটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হয়েছে| ইসলামপুরে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল ও একটি মেডিক্যাল কলেজ […]

Bangla Jago TV Desk : স্বাস্থ্যের পরিকাঠামো উন্নতির জন্য স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা বাড়ানো হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের খতিয়ানে দেখা গেছে, রাজ্যজুড়ে নতুন করে ৮২৪টি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে ইসলামপুরের পন্ডিতপোতা ২নম্বর পঞ্চায়েতে ও গাইসাল ২ নম্বর পঞ্চায়েতে দুটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হয়েছে| ইসলামপুরে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল ও একটি মেডিক্যাল কলেজ রয়েছে। রায়গঞ্জে একটি স্টেট জেনারেল হাসপাতাল রয়েছে। তবে, ৯টি ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা বেড়েছে।

পন্ডিতপোতা থেকে ইসলামপুর হাসপাতাল কয়েক কিলোমিটার দূরে। মূমূর্ষ রোগীদের নিয়ে যেতে সমস্যা হয়। এমনকি প্রাথমিক চিকিৎসাও মেলা ভার। তাই প্রত্যন্ত এলাকায় চিকিৎসার এই দুয়ার খুলে দেওয়ার চেষ্টা দেখে সাধারণ মানুষ আনন্দিত। প্রত্যন্ত এলাকায় শিশুর পুষ্টি, প্রসূতি স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সরকারি প্রকল্প রূপায়ণে শিশু ও নারীকল্যাণ এবং স্বাস্থ্য দপ্তরকে এক ছাতার তলায় আনা হয়েছে।

যাতে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা এক সঙ্গে এই প্রকল্পগুলি রূপায়ণে কাজ করতে পারেন। সাধারণ রোগীরা বহুমুখী পরিষেবা মেলার আশাতেই রয়েছেন। স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা জানান, নতুন স্বাস্থ্যকেন্দ্রগুলিতে দ্রুত চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করা হবে। এতে প্রত্যন্ত এলাকার মানুষের চিকিৎসার সুযোগ বাড়বে।

 

FREE ACCESS