ad
ad

Breaking News

Harishchandrapur

Harishchandrapur: এলাকা দেখে এলেন বিডিও, এবার শুরু হবে সংস্কার

মালদার হরিশ্চন্দ্রপুরের পিপলা উত্তরপাড়া এলাকার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সরব হন স্থানীয়রা।

Harishchandrapur Road Repair Begins After Public Outcry

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: বর্ষায় জমছে জল, বেহাল রাস্তার জেরে  বাড়ছে মানুষের দুর্ভোগ। মালদার হরিশ্চন্দ্রপুরের পিপলা উত্তরপাড়া এলাকার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সরব হন স্থানীয়রা। বৃষ্টিপ্রবণ এলাকায়  জল জমলেই রাস্তা বেহাল হয়।আর বর্ষাকালে বেহাল রাস্তা দিয়ে চলাচল করা বড় মুশকিল হয়। বাড়ে মানুষের দুর্ভোগ,যন্ত্রণাময় হয়ে ওঠে জীবন। মানুষের এই সমস্যার কথা তুলে ধরতেই আমাদের ক্যামেরা সর্বত্র পৌঁছে যাচ্ছে। (Harishchandrapur) 

আরও পড়ুন: Asansol: ইজরায়েলে আটকে আসানসোলের দুই বাঙালি, উদ্বিগ্ন পরিবার

রাস্তা ভেঙে গর্ত তৈরি হওয়ায়  উল্টে যায় টোটো। তাতে এক মহিলা আহত হন।এলাকার মানুষ আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয়। ৮জুন গ্রামবাসীদের ভোগান্তির কথা আমরাই প্রথম তুলে ধরি। বাংলা জাগোর খবরের জের, দ্রুত রাস্তা সংস্কারে তত্পর প্রশাসন। রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের নজরে আনতেই তিনি সংস্কারের কথা দেন। কথা দিয়ে কথা রাখতে চায় প্রশাসন (Harishchandrapur)।  

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

 রাস্তা শক্তিশালী করার জন্য প্রশাসনিক স্তরে তত্পরতা নজরে আসছে।তড়িঘড়ি জনপথের এই চেহারা বদলের চেষ্টা সবমহলের মধ্যে আশার সঞ্চার করেছে। এলাকাবাসীর সমস্যার কথা শুনেছেন হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক-এর যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মহম্মদ আলী রুমি। তার সঙ্গে ছিলেন অন্যান্য ব্লকের আধিকারিকরা।প্রশাসনের কর্তা এভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় ভরসা পাচ্ছে মানুষ। গৌড়বঙ্গে বড়বড় রাস্তা ছাড়াও ছোট রাস্তার সংস্কারে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।রতুয়ায় ২লক্ষাধিক টাকা খরচ করে কংক্রিটের রাস্তা তৈরি করা হয়েছে।এছাড়াও অন্যত্র কাজ চলছে।এবার সেই উন্নয়নের পথে হাঁটল হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur)।