ad
ad

Breaking News

central referral

হাসপাতালে শিশু ভর্তি নিয়ে হয়রানি, প্রশ্নের মুখে কেন্দ্রীয় রেফারাল

একের পর এক হাসপাতাল ঘুরে রোগী হয়রানি যাতে না হয়, সে দিকেই নজর দিয়ে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা চালুর দাবি করেছিল ‘জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’।

Harassment over child admission to hospital, central referral under question

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: একের পর এক হাসপাতাল ঘুরে রোগী হয়রানি যাতে না হয়, সে দিকেই নজর দিয়ে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা চালুর দাবি করেছিল ‘জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’। তবে তা সম্পূর্ণ ভাবে চালু না হওয়ায় রোগী ভোগান্তি যে অব্যাহত, ফের একবার তারই প্রমাণ পাওয়া গেল। রবিবার জেলা থেকে শহরের তিনটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘুরেও ভর্তি হতে পারেনি কান ও মাথায় আঘাত লাগা এক শিশু।

[আরও পড়ুন: ‘দিদিকে বলো’তে অভিযোগ করতেই ওসি’র বিরুদ্ধে পদক্ষেপ]

সারা রাত দীর্ঘ অপেক্ষার পরে অবশ্য সোমবার সকালে পিজির ট্রমা কেয়ারে ভর্তি হয়েছে সাড়ে তিন বছরের ওই শিশু। জানা গিয়েছে, অভিষেক রায় নামে সেই শিশুটি বাঁকুড়ার বাসিন্দা। পরিবারের লোকজনেরা জানিয়েছে, রবিবার সকালে বাড়িতেই খেলছিল শিশুটি। উঠোনে রাখা ছিল একটি টোটো। উঠোনে রাখা টোটোয় চাবি লাগানো ছিল। খেলা করতে করতে শিশুটি ওই টোটোর চাবি ঘুরিয়ে ফেলে। আর তাতেই ঘটে বিপত্তি। টোটো চালু হয়ে যাওয়ায় সেটি অভিষেকের উপরে উল্টে পড়ে।

[আরও পড়ুন: রাজ্যে বিধানসভা উপনির্বাচনে মোতায়েন ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী]

শিশুটির বাবা জানিয়েছে, ‘‘ছেলের বাঁ কানের পিছনের অংশে গভীর ক্ষত হয়। মাথাতেও চোট লাগে। ওকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে গেলে, সেখান থেকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়।’’ তিনি আরও জানান, কলকাতায় ছেলেকে নিয়ে গিয়েও একাধিকবার হয়রানি হতে হয়। এন আর এস থেকে পিজি-তে পাঠিয়ে দেওয়া হয়।  শুনতে হয়, শয্যা ফাঁকা নেই। সূত্রের খবর, শিশুটি বর্তমানে স্থিতিশীল রয়েছে। জানা যাচ্ছে, ওই শিশুটিকে রেফারাল ব্যবস্থাপনার মাধ্যমে বর্ধমান থেকে শহরে পাঠানো হয়নি। তবে স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, রাজ্যে এখনও পর্যন্ত পুরোদমে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থাপনা চালু হয়নি।