চিত্র: নিজস্ব
Bangla Jago Desk, পিন্টু প্যাটেল,পূর্ব বর্ধমান: অবৈধভাবে ফুটপাত দখল করার কারণে যানজটের সমস্যা দিনে দিনে বাড়ছিল বর্ধমান শহরে। এবার যানজট কমাতে উদ্যোগ নিল বর্ধমান পৌরসভা। রাস্তায় রাস্তায় ঘুরবে হল্লা গাড়ি। সচেতন করবে নাগরিকদেরকে। সেকারণে উদ্বোধন করা হল এই গাড়ির। উপস্থিত পৌরসভার কাউন্সিলর পরেশ চন্দ্র সরকার এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস উপস্থিত ছিলেন হল্লা গাড়ির উদ্বোধনে।
শহরকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ আগেই নিয়েছিল বর্ধমান পৌরসভা। আর এবার শহরকে যানজট মুক্ত করতে সেই তালিকায় সংযোজন হলো হল্লা গাড়ির। পৌর শহরকে যানজট মুক্ত রাখার জন্য বহু প্রচার করেও কাজ না হওয়ায় এবার পথে পথে ঘুরবে বিশেষ গাড়ি। নজর রাখবে সব দিকে। প্রচার চলবে সবসময়। আমজনতাকে সচেতন করার প্রয়াস নেওয়া হলো। সেকারণে উদ্বোধন করা হল এই গাড়ির। উপস্থিত পৌরসভার কাউন্সিলর পরেশ চন্দ্র সরকার এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস উপস্থিত ছিলেন হল্লা গাড়ির উদ্বোধনে। এই গাড়িতে সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ কর্মীরা উপস্থিত থাকবেন যারা ফুটপাত দখলকারীদেরকে বোঝাবেন।
বর্ধমান শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে যানজট কমছে না, স্কুল যাত্রী থেকে শুরু করে অফিস যাত্রী, সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ফুটপাতের ওপর কোনো দোকান যাতে না বসে সেদিকে খেয়াল রাখবে। এই গাড়ির সকাল থেকে রাত পর্যন্ত পরিক্রমা করবে শহরের গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে।