ad
ad

Breaking News

তৃণমূল কংগ্রেসের সভাপতি সংগ্রাম গুহঠাকুরতা

মানবিক তৃণমূলের অঞ্চল সভাপতি! গুগলের সাহায্যে এক মায়ের কোলে ফিরিয়ে দিচ্ছেন হারানো সন্তানকে

The Truth of Bengal: গুগল আর্থের সহযোগিতায় মায়ের কোলে ফিরছে সন্তান। গত ২ মাস আগে বিহারে মামা বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসে নিখোঁজ হয়ে যায় শারীরিক প্রতিবন্ধী এক নাবালক। গত ১৩ই অক্টোবর সিমুরালি স্টেশনে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় কথা বলতে না পারা বয়স বারো-তেরোর এক নাবালককে। চোখে মুখে ছিল শারীরিক অসুস্থতার ছাপ। সিমুরালি স্টেশন […]

The Truth of Bengal: গুগল আর্থের সহযোগিতায় মায়ের কোলে ফিরছে সন্তান। গত ২ মাস আগে বিহারে মামা বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসে নিখোঁজ হয়ে যায় শারীরিক প্রতিবন্ধী এক নাবালক। গত ১৩ই অক্টোবর সিমুরালি স্টেশনে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় কথা বলতে না পারা বয়স বারো-তেরোর এক নাবালককে। চোখে মুখে ছিল শারীরিক অসুস্থতার ছাপ। সিমুরালি স্টেশন থেকে উদ্ধার করেন চাঁদুড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সংগ্রাম গুহঠাকুরতা। তাঁকে বাড়িতে এনে সুস্থ করে তোলেন সংগ্রামবাবু।

এর পর ওই নাবালককে তাঁর পরিবারের কাছে পৌছে দাওয়ার যাবতীয় চেষ্টা চালান তিনি। সাহায্য নেন গুগল আর্থে। দীঘ প্রায় তিন-চার ঘণ্টার চেষ্টায় অবশেষে হরিদ্বারে ত্রিবিকের কাছে রামদাস মন্দির দেখে আনন্দে চোখ ছলছল করে ওই নাবালকের। ইশারায় জানায় ওখানে এক বস্তির তে থাকে সে। সিমুরালি থেকে হরিদ্বার প্রায় ১৭২৩ কিলোমিটারের বেশি পথ, হারিয়ে যাওয়া নাবালকের সেই ঠিকানার খোঁজ পান  সংগ্রামবাবু। যোগাযোগ করা হয় তার পরিবারের সঙ্গে। নিখোঁজ হয়ে যাওয়া ছেলের সঙ্গে ভিডিও কলে কথা হয় মায়ের। ছেলের খোঁজ পেয়ে মায়ের চোখে জল।

বর্তমানে নিখোঁজ হয়ে যাওয়া পরিবারের সদস্যরা রয়েছেন বিহারে মেদপুরে। সেখানেই তাঁকে পৌছে দেবেন চাঁদুড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সংগ্রাম গুহঠাকুরতা। তৎকাল টিকিট না মেলায় আগামী মাসের ২ তারিখ ওই নাবালককে নিয়ে বিহারের উদ্দেশে রওনা দেবেন সংগ্রামবাবু। এই খবর সামনে আসতেই ওই নাবালককে দেখতে চাঁদুড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতির বাড়িতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। সংগ্রামবাবুর এই মানবিক প্রয়াস কে সাধুবাদ জানান সাধারণ মানুষ।

Free Access