ad
ad

Breaking News

Goddess Weapons

নারীর হাতে দেবী অস্ত্র! কালীপুজোর আগে শান্তিপুরে ব্যস্ত বর্ণালী

নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের বনেদি বাড়ি সহ বিভিন্ন ঐতিহ্য কালী মূর্তির অস্ত্র প্রস্তুতের দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছেন এই দুই শিল্পী

Goddess Weapons: Nadia Woman Crafts Divine Arms for Kali Puja

গ্রাফিক্স: নিজস্ব

মাধব দেবনাথ,নদিয়া: দীপাবলীর আগে এক নারীর হাতে প্রস্তুত হচ্ছে দেবী মূর্তির অস্ত্র। ১১ বছর ধরে সংসার জীবনে যুক্ত হওয়ার পরেও বাবার এই শিল্পকে ধরে রেখেছেন নদীয়ার এক অন্যতম শিল্পী বর্ণালী প্রামাণিক কংস বণিক (Goddess Weapons)।

আরও পড়ুনঃ বাংলায় তৈরি হতে চলেছে ‘মহাশিব’ মন্দির, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

নদীয়ার শান্তিপুরের কাসারি পাড়ার বাসিন্দা ৬৯ বছর বয়সী কাশিনাথ কংস বণিক ৪০ বছর ধরে তিনি বিভিন্ন দেবদেবীর অস্ত্র প্রস্তুতের কাজ করে চলেছেন। তার কন্যা বর্ণালী কংস বণিক ছেলেবেলা থেকেই বাবার এই কাজের প্রতি তীক্ষ্ণ নজর ছিল, নিজের ইচ্ছশক্তিতেই বাবার এই শিল্পর সাথে যুক্ত হয়ে পড়ে সে। ধীরে ধীরে বেড়ে ওঠে বর্ণালী, কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুজোর শুরু থেকে দীপাবলি পর্যন্ত দেব দেবীর অস্ত্র প্রস্তুতের দায়িত্বভার পরে বাবার ওপর, আর সেই দায়িত্বভার নিজের কাঁধেও তুলে নেন তিনি। (Goddess Weapons)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

কালী মূর্তির মুন্ডমালা, খাঁড়া এবং চাঁদ মালা সহ বিভিন্ন সাজসজ্জা রং তুলির মাধ্যমে প্রস্তুত করেল শিল্পী বর্ণালী। পরবর্তীতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি, কিন্তু বর্তমানে ১১ বছর সংসার করার মধ্য দিয়েও পুজোর মরশুমে এই শিল্পকে ধরে রাখতে ছুটে আসেন বাবার বাড়িতে। বর্ণালী প্রামানিক কংস বণিকের কথায়, তিনি একজন নারী, তবুও বাবাকে সহযোগিতা করার জন্য নিজের সংসার সামলে এই শিল্পের কাজ করে চলেছেন এখনও। তিনি জানান, আমি গর্বিত একজন নারী হয়ে। তার শিল্পত্বর মধ্য দিয়ে বিভিন্ন দেবী মূর্তির অস্ত্র প্রস্তুতের কাজ করতে পেরে। তবে নদিয়া জেলায় এই প্রথম একজন নারীর হাতে ফুটে উঠছে বিভিন্ন দেব-দেবীর অস্ত্র প্রস্তুতের শিল্পত্ব।

বাবা কাশীনাথ কংস বণিকের কথায়, বিয়ের পরেও এই শিল্পকে ভুলতে পারিনি তাঁর কন্যা, বরং শ্বশুরবাড়ির আগ্রহ থাকে তাঁকে সহযোগিতা করার জন্য। একদিকে বর্ণালী যখন তার শিল্পত্বের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলছে বিভিন্ন দেব-দেবীর অস্ত্রের কারুকার্য, অন্যদিকে বাবা কংস বণিকও চশমা চোখে ৬৯ বছর বয়সে করে চলেছেন তাঁর শিল্পের কাজ। জানা যায়, নদীয়ার শান্তিপুর সহ নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের বনেদি বাড়ি সহ বিভিন্ন ঐতিহ্য কালী মূর্তির অস্ত্র প্রস্তুতের দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছেন এই দুই শিল্পী, যার কারণে অতি ব্যস্ততার মধ্যে দিয়ে এখন সময় কাটছে তাঁদের। (Goddess Weapons)

সামনেই কালীপুজো তার আগে বাবা কন্যার অতি ব্যস্ততা রয়েছে এই শিল্পের মধ্যে দিয়ে, দিনরাত এক করে করে চলেছেন কাজ। বাবা-মেয়ের হাতের ছোঁয়ায় দেবী মূর্তির অস্ত্র প্রস্তুতের শিল্পত্য গোটা নদীয়া জেলায় এক অনন্য নিদর্শন। শুধু তাই নয়, দীপাবলীর আগে নদীয়ার শান্তিপুর নবদ্বীপ সহ বিস্তীর্ণ জায়গায় চলছে দেবদেবীর অস্ত্র তৈরীর কাজ। (Goddess Weapons)