ad
ad

Breaking News

Ghatal Masterplan

Ghatal Masterplan: ঘাটাল মাস্টারপ্ল্যান কার্যকরে জোর , জমি অধিগ্রহণের নীতিতে পরিবর্তন আনল প্রশাসন

২০২৪-এর লোকসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেন, ওই প্রকল্প রাজ্য সরকার একাই কার্যকর করবে।

ghatal-masterplan-land-policy-changed

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: ঘাটাল মাস্টারপ্ল্যান (Ghatal Masterplan) কার্যকর করতে জমি অধিগ্রহণের নীতিতে পরিবর্তন আনল প্রশাসন। মহকুমা শাসকের কার্যালয়ে এই সংক্রান্ত জরুরি বৈঠক হয়।হাজির ছিলেন সেচ মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা ছাড়াও প্রশাসনের আধিকারিকরা। সেচমন্ত্রী জানান,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যতটা পারা যায়, কম জমি নিয়ে ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ করার প্রয়াস নেওয়া হচ্ছে। 

[আরও পড়ুনঃ Malda: সরকারি হাসাপাতালে নিঃখরচায় জটিল অস্ত্রোপচার, অসাধ্য সাধন করল মালদা মেডিক্যাল কলেজ]

কথা রাখেনি কেন্দ্র। ১০বছরের বেশি সময় ধরে কেন্দ্রের দরবারে ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণের আর্জি জানানো হলেও সাড়া মেলেনি। এই অবস্থায় ঘাটাল মাস্টারপ্ল্যান কার্যকর করার তত্পরতা নজরে আসছে। ২০২৪-এর লোকসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেন, ওই প্রকল্প রাজ্য সরকার একাই কার্যকর করবে। সেই মতো চলতি বছরের রাজ্য বাজেটে মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। বন্যা পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য মাস্টারপ্ল্যানের কাজে বাড়তি গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে মাস্টারপ্ল্যানের জন্য জমি অধিগ্রহণের নীতিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন সেচমন্ত্রী মানসরঞ্জন ভুঁইঞা।ঘাটাল মহকুমা শাসকের অফিসে এই নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়।সেই বৈঠকে সেচমন্ত্রী আশ্বস্ত করেন,যতটা সম্ভব কম জমি নিয়ে কাজ শুরু করার চেষ্টা হচ্ছে।(Ghatal Masterplan)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করতে গিয়ে মানুষের যাতে কোনো ক্ষতি না হয় এমনটাই চাইছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে ঘাটাল পুর এলাকার নিকাশী ব্যবস্থা  নিয়ে নতুন করে সমীক্ষা করা হয়েছে।  জল নিকাশির জন্য ঘাটাল পুরসভার ৩ নম্বর ও ৯ নাম্বার ওয়ার্ডে উন্নতমানের পাম্প বসানো হচ্ছে, দুটি পাম্প হাউসের জন্য ৫ একর জমি নিতে চায় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।(Ghatal Masterplan)

যাই হোক মাস্টার প্ল্যান ও ঘাটালের বন্যা নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি ঘাটালের সাধারণ মানুষ। পঃমেদিনীপুরের মানুষ  চাইছে,যতটা সম্ভব কম জমি অধিগ্রহণ করে,  ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করা হোক।