নিজস্ব চিত্র
Bangla Jago Desk: সকাল সকাল ট্রেন যাত্রীদের বিক্ষোভ দক্ষিণ বারাসাত স্টেশনে। শিয়ালদার দক্ষিণ শাখায় দক্ষিণ বারাসাত স্টেশনে যাত্রী বিক্ষোভের জেরে আটকে পড়ল নামখানা লক্ষীকান্তপুর শিয়ালদা আপ ও ডাউন ট্রেন। মহিলা কামরা বৃদ্ধি পাওয়ায় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ তুলেছে সাধারণ যাত্রীরা। সকাল ৭.৩০ থেকে অবরোধ শুরু হয় অবরোধ।
মহিলা যাত্রীদের নিরাপদে ভ্রমণ নিশ্চিত করতে এবং ট্রেন ও স্টেশন চত্বরে যে কোনও ধরনের হেনস্থার ঝুঁকি কমাতে শিয়ালদহ বিভাগ সর্বদা তৎপর। এই প্রচেষ্টার অংশ হিসেবে, ইএমইউ লোকাল ট্রেনে অতিরিক্ত ১টি মহিলা কোচ সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী সমস্ত ইএমইউ রেকে বর্তমানে আরও মহিলা কোচ সংযুক্ত করা হয়েছে, বিশেষত অফিস সময়ে মহিলাদের প্রচণ্ড ভিড় সামাল দিতে।
নববর্ষের ছুটি কাটিয়ে আজ কাজে ফেরার দিন। আর তার আগেই সকাল থেকে বিক্ষোভ দেখিয়ে শুরু হলো যাত্রীদের ট্রেন অবরোধ। সকাল ৭.৩০ থেকে অবরোধ শুরু হয় অবরোধ। শিয়ালদার দক্ষিণ শাখায় দক্ষিণ বারাসাত স্টেশনে যাত্রী বিক্ষোভের জেরে আটকে পড়ে নামখানা লক্ষীকান্তপুর শিয়ালদা আপ ও ডাউন ট্রেন। মহিলাদের কম্পার্টমেন্টের পাশে অতিরিক্ত মহিলা কম্পার্টমেন্ট দেওয়ায়, জেনারেল কম্পার্টমেন্ট কমে যায়। এর ফলে সাধারণ যাত্রীরা প্রচন্ড ভিড়ে ট্রেনে উঠলে উঠতে হচ্ছে। যার ফলে দক্ষিণ বারাসাতে যাত্রী বিক্ষোভের জেরে আটকে পড়ে উভয় দিকে যাওয়ার ট্রেন।