নিজস্ব চিত্র
Bangla Jago Desk: ন্যায্য মজুরি, পিএফ জমা, ছুটির টাকা সহ একাধিক দাবিতে মঙ্গলবার আলিপুরদুয়ারের ডিমডিমা চা বাগানে গেট মিটিং করলেন বাগানের শ্রমিকরা। মাদারিহাট বিরপাড়া ব্লকের অন্তর্গত এই চা বাগানে দীর্ঘদিন ধরে শ্রমিকদের ওপর বঞ্চনা চলছে বলে অভিযোগ উঠেছে।
শ্রমিকদের অভিযোগ, মালিক পক্ষ একদিকে যেমন দীর্ঘদিন ধরে ঠিকঠাক মজুরি দিচ্ছে না, তেমনি পিএফ এর টাকাও জমা রাখছে। এমনকি যেসব টাকা ছুটির সময় পাওয়ার কথা, তাও দেওয়া হচ্ছে না। একের পর এক এই অনিয়ম ও অবহেলার বিরুদ্ধে এবার একজোট হয়ে গর্জে উঠেছেন শ্রমিকারা।
পশ্চিমবঙ্গ চা মজুর সমিতির নেতৃত্বে শুরু হয়েছে ধারাবাহিক আন্দোলন প্রস্তুতি। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, মে মাসে থানায় লিখিতভাবে অভিযোগ দায়েব করার কর্মসূচী গ্রহন করা হয়েছে। শুধু ডিমডিমা নয়, মেরি কো কোম্পানির অধীনে থাকা আরও কয়েকটি চা বাগানে একই রকম অবিচার চলছে বলে অভিযোগ শ্রমিক সংগঠনের।
[আরও পড়ুন: নববর্ষে ভক্ত সমাগমে মুখর সিউড়ির কালীমন্দির]
শ্রমিকরা জানান, এই চা বাগানগুলিতে বেতন, ছুটি ও অন্যান্য ন্যায্য সুবিধা নিয়মিতভাবে দেওয়া হয় না। ফলে শ্রমিক পরিবারগুলির মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। সমিতির নেতা ক্রিশ্চান খারিয়া জানিয়েছেন, “যদি এই অবস্থার পরিবর্তনে প্রশাসন ও রাজ্য সরকার দ্রুত কোনও কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের আর কোনো পথ থাকবে না—আমরা বৃহত্তর আন্দোলনের দিকে এগোব।”
চা বাগান নির্ভর এই জনপদে শ্রমিকদের ক্ষোভ ও হতাশা ক্রমশ বাড়ছে। শ্রমজীবী মানুষের জীবিকা ও অধিকার নিয়ে এমন চরম অনিশ্চয়তার আবহে আগামী দিনে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।