চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: ভারতবর্ষ নদীমাতৃক দেশ। এই দেশের ৪২ টি শহরের মধ্য দিয়ে গঙ্গানদী প্রবাহিত হয়েছে তার মধ্যে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর একটি। আজ, ৪ঠা নভেম্বর এই দিনে গঙ্গানদীকে জাতীয় নদী হিসেবে ঘোষণা করা হয় (Ganga Declared National)।
আরও পড়ুনঃ Tom Moody: লখনউ সুপার জায়ান্টের সঙ্গে যুক্ত হলেন টম মুডি ও কেন উইলিয়ামসন
“গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার ” এই শ্লোগানকে সামনে রেখে “নদী উৎসব -২০২৫” অন্তগত বহরমপুর সদর মহকুমা কর্মকর্তার কার্যালয় ও বহরমপুর পৌরসভা পক্ষ থেকে গঙ্গা পরিষ্কারের জন্য জাতীয় অভিযানের সচেতনতা মূলক একটি পদযাত্রার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে বহরমপুর পৌরসভা থেকে এই প্রভাত ফেরী শুরু হয়ে বহরমপুর গোরাবাজার কৃষ্ণনাথ কলেজ ঘাটে ভাগীরথী গঙ্গা নদীর তীরে পৌঁছয়। এই সচেতনতামূলক পদযাত্রায় বহরমপুর মহকুমা শাসক শুভঙ্কর রায় ও বহরমপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা ও পৌর কর্মীরা, বহরমপুর মহাকালী পাঠশালার দ্বাদশ ও একাদশ শ্রেণীর ছাত্রী, শিক্ষিকারা পা মেলান।
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/
বহরমপুর সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় জানান, “৪ঠা নভেম্বর দেশব্যাপী গঙ্গা উৎসব পালন হয়। আমাদের রাজ্যেও আমরা পালন করছি। আমাদের জেলায় যে গঙ্গা কমিটি হয়েছে তার চেয়ারম্যান আছেন জেলা শাসক। গঙ্গার তীরবর্তী যে সমস্ত পৌরসভা এবং ব্লক রয়েছে তারা সারা বছরব্যাপী গঙ্গাকে পরিষ্কার রাখার কাজ করে চলেছেন। এছাড়া আজ সারাদিন ব্যাপী নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিন পালিত হবে।”(Ganga Declared National)

এরপরে বহরমপুর কালেক্টরেট ক্লাবে একটি অঙ্কন প্রতিযোগিতা রয়েছে। বহরমপুর গার্লস কলেজে একটি সেমিনার কাম ওয়ার্কশপ রয়েছে। কীভাবে গঙ্গাকে পরিষ্কার রাখা যায় এই বিষয় নিয়ে সেখানে প্রফেসর ও গঙ্গা নিয়ে কাজ করা যে সমস্ত কর্মীরা রয়েছেন সকলেই উপস্থিত থাকবেন।বহরমপুর পৌরসভার উদ্যোগে আজ সন্ধ্যেবেলায় বহরমপুর খাগড়ার গোপাল ঘাটে একটি গঙ্গা আরতির আয়োজনও করা হয়েছে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে সবার মধ্যে একটা সচেতনতার বার্তা দেওয়া, সবার কাছে তিনি গঙ্গাকে পরিষ্কার রাখার আবেদন জানান। (Ganga Declared National)

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা তিনি বলেন, “মুর্শিদাবাদ জেলা গঙ্গা দূষণ যে কমিটি রয়েছে তার উদ্যোগে আজকের দিনটি উদযাপন করা হচ্ছে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জির নেতৃত্বে। সারা বছর গঙ্গাকে পরিষ্কার রাখার সর্বত্র ব্যবস্থা আমরা রেখেছি। গঙ্গা আমাদের মাতৃসম। গঙ্গাকে রক্ষা করার জন্য গঙ্গার চারপাশে বৃক্ষ রোপনের একটা কর্মসূচি নিয়েছি। আমরা চাই বহরমপুর শহরের প্রত্যেকটা নাগরিককে সঙ্গে নিয়ে বহরমপুর পৌরসভার পৌর পিতা নাড়ু গোপাল মুখার্জী নাগরিক উন্নয়নের কাজ করে চলেছেন।”

পাশাপাশি গঙ্গাকে যত রকম ভাবে সম্ভব দূষণমুক্ত রাখা যায় সেই চেষ্টা করছেন। তিনি বলেন, “ভারতবর্ষের ৪২ টি শহরের মধ্য দিয়ে গঙ্গা বয়ে গেছে। আমাদের শহরের ওপর দিয়েও গঙ্গা বয়ে গেছে। এতে সৌন্দর্য বেড়ে গেছে। তাই আমরা ‘গঙ্গা অ্যাকশন প্ল্যান’ এর মধ্য দিয়ে গঙ্গার জলকে বিশুদ্ধ করে শুদ্ধ করে মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছি…, গঙ্গা আমাদের কাছে মাতৃসম।” (Ganga Declared National)