ad
ad

Breaking News

Sreerampore

শ্রীরামপুরে আয়োজিত হল প্রীতি ক্রিকেট ম্যাচ

অপরদিকে হুগলি জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলার কর্মরত সাংবাদিকরা অংশ নেন, খেলার শেষে বিজয়ী এবং বিজিত দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

Friendly cricket match organized in Serampore

নিজস্ব চিত্র

Bangla Jago Desk: তরুণ মুখোপাধ্যায়, হুগলি: সোমবার সকালে হুগলি জেলা শাসক একাদশ বনাম হুগলি প্রেস ক্লাব একাদশের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। শ্রীরামপুর স্পোর্টিং ক্লাবের মাঠে অনুষ্ঠিত এই খেলায় জেলা শাসক একাদশ ৫১ রানে হুগলি জেলা প্রেস ক্লাব একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।  

নিজস্ব চিত্র

প্রথমে টসে জিতে হুগলি প্রেসক্লাব ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, নির্ধারিত ১৬ ওভারে জেলাশাসক একাদশ ৫ উইকেট এর বিনিময়ে ২০১ রান করে। অপরদিকে ব্যাট করতে নেমে হুগলি প্রেস ক্লাব ১৬ ওভারের ৫ উইকেটের বিনিময়ে ১৫০ রান করে। এদিনের প্রীতি ম্যাচে হুগলির অতিরিক্ত জেলাশাসক, চন্দননগরের মহকুমা শাসক, শ্রীরামপুরের মহকুমা শাসক, চন্ডীতলার ভিডিও, সহ প্রশাসনের কর্তারা অংশ নেন।

[আরও পড়ুন: পথচলতি মানুষকে মিষ্টি খাইয়ে নববর্ষের শুভেচ্ছা পুলিশের]

অপরদিকে হুগলি জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলার কর্মরত সাংবাদিকরা অংশ নেন, খেলার শেষে বিজয়ী এবং বিজিত দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এদিনের এই প্রীতি ম্যাচ দেখতে শ্রীরামপুর স্পোর্টিং ক্লাবের মাঠে শ্রীরামপুর মহকুমা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সন্তোষ কুমার সিং, প্রাক্তন রঞ্জি ক্রিকেটার ধর্মেন্দ্র সিং সহ বহু দর্শক হাজির ছিলেন।