ad
ad

Breaking News

Santragachi Staion

বাংলাদেশ ফেরার পথে সাঁতরাগাছি স্টেশনে আটক চার রোহিঙ্গা

হায়দরাবাদ থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার পথে সাঁতরাগাছি স্টেশনে ধরা পড়ল এক নাবালক-সহ চার রোহিঙ্গা।

Four Rohingyas detained at Santragachi station on their way back to Bangladesh

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: হায়দরাবাদ থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার পথে সাঁতরাগাছি স্টেশনে ধরা পড়ল এক নাবালক-সহ চার রোহিঙ্গা। রেল পুলিশের সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় শেষ পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মোহাম্মদ আলম, রিয়াসুল ইসলাম, বেগম দিলবার ও রবিউল ইসলাম। এদের মধ্যে একজন নাবালক। তদন্তে উঠে এসেছে, তারা মূলত মায়ানমার থেকে বাংলাদেশে এসেছিলেন এবং সেখানের একটি রোহিঙ্গা শিবিরে থাকছিলেন।

এরপর গত ডিসেম্বরের শেষের দিকে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেন এবং হায়দরাবাদে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে শুরু করেন। তবে সেখানকার পরিস্থিতি অনুকূল না হওয়ায় তারা বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেন। রবিবার হায়দরাবাদ থেকে ট্রেনে সাঁতরাগাছি আসার পরই রেল পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের পর বৈধ কাগজপত্র না থাকায় চারজনকেই গ্রেপ্তার করা হয় এবং রবিবারই হাওড়া জেলা আদালতে তোলা হয়।

এদিকে, সোমবার দুপুরে শিয়ালদহ স্টেশনে এক বাংলাদেশি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম সৌদুল ইসলাম, তার বাড়ি খুলনা জেলায়। জানা গেছে, এক সপ্তাহ আগে তিনি বসিরহাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর বেঙ্গালুরুতে কাজের সন্ধানে যান, কিন্তু সেখানে কাজ না পেয়ে আবার ফিরে আসেন। শিয়ালদহ স্টেশন থেকে তাকে আটক করে রেল পুলিশ।

এর আগেও শিয়ালদহ স্টেশনে দুই কিশোরীসহ এক রোহিঙ্গা যুবক ধরা পড়েছিল, যারা কাশ্মীরে যাওয়ার পরিকল্পনা করছিল। তারা মায়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা হলেও বাংলাদেশের ইডাভ্যালু আইটেম ক্যাম্পে থাকত। সেই ঘটনার পর ফের নতুন করে চার রোহিঙ্গার গ্রেপ্তার হওয়ায় পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে।