Bangla Jago Desk: রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত প্রয়াত। বারাণসীর একটি হাসপাতালে এক মাসের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ২৩ অক্টোবর বারাণসীর একটি অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছিল। সেরিব্রাল অ্যাটাক হয়েছিল তাঁর। বারাণসী ট্রমা কি আর সেন্টারে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘ একমাস মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন।
তবে শেষ রক্ষা হলো না। কর্মজীবন থেকে অবসর নেয়ার পর তিনি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। বিশ্লেষক হিসেবেও বিভিন্ন সংবাদমাধ্যমের অন্যতম বক্তা হয়ে উঠেছিলেন তিনি। বিভিন্ন বিষয়ে সোজা সাপ্টা মতামত দিতেন। পুলিশের উচ্চপদে চাকরি করার সময় তিনি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। পুলিশ মহলে তার আলাদা একটি পরিচিতি ছিল।