ad
ad

Breaking News

টোটো

অনুব্রত গড়ে উত্থান কাজলের, ফ্লেক্স লাগানো টোটো ঘুরছে বোলপুরে

Bengla Jago Desk: ‘সত্যের পথে চললে পরে জীবনে অনেক দুঃখ কষ্ট আসে, কিন্তু সত্যের জয় হয় শেষে।’ নীচে লেখা, ‘কিন্তু অসৎ পথে চললে পরে, এই হয় পরিণতি হয় শেষে…’। ডান দিকে রয়েছে কালো লালবাতি লাগানো একটি গাড়ি। এই গাড়িটি যার তার নয়। গাড়িটি চড়তেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পাশে গারদের ভেতরে অনুব্রতর কার্টুন […]

Bengla Jago Desk: ‘সত্যের পথে চললে পরে জীবনে অনেক দুঃখ কষ্ট আসে, কিন্তু সত্যের জয় হয় শেষে।’ নীচে লেখা, ‘কিন্তু অসৎ পথে চললে পরে, এই হয় পরিণতি হয় শেষে…’। ডান দিকে রয়েছে কালো লালবাতি লাগানো একটি গাড়ি। এই গাড়িটি যার তার নয়। গাড়িটি চড়তেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পাশে গারদের ভেতরে অনুব্রতর কার্টুন ছবি। ছবিতেই পরিষ্কার কী বলতে চাওয়া হয়েছে। এমন ফ্লেক্স ছাপিয়ে একটি টোটোকে মুড়ে ফেলা হয়েছে। সেই টোটো ঘুরে বেড়াচ্ছে শান্তিনিকেতনে। টোটোটি চালান সুখেশ চক্রবর্তী।

শান্তিনিকেতনের পরিচিত মুখ তিনি। তাঁর টোটোকে সকলে ঠাকুরের টোটো বলেই ডাকে। একাধিক ইস্যুতে প্রতিবাদী পোস্টার দেওয়ার জন্য বীরভূমের নাম আছে ঠাকুরের টোটোর। এর আগে পার্থ-অর্পিতা হোক বা কেষ্ট কাউকেই ছেড়ে কথা বলেননি সুখেশবাবু। বোলপুর শহর জুড়ে এই টোটো ঘুরে বেড়াচ্ছে। তা হলে কি কাজল শেখের হাতে যাচ্ছে বীরভূমের রাশ। এখন এই কাজল সেখ জেলা কোর কমিটির সদস্য ও জেলা পরিষদের সভাধিপতি। তিনি আবার তৃণমূলনেত্রীর খুবই কাছের বলে পরিচিত। ফলে অনুব্রতহীন বীরভূমে এখন কাজল সেখের দাপট বাড়ছে।

সেই কথা তুলে ধরতেই কি এমন ফ্লেক্স ছাপিয়েছেন সুকেশ চক্রবর্তী? রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সেই চর্চা চলছে।টোটোর পেছনে এমন বিতর্কিত পোস্টার সাঁটিয়ে ঘুরে শান্তিনিকেতনের অলিগলি ঘুরে বেড়াচ্ছেন সুকেশ চক্রবর্তী। তবে এই প্রথম নয়, এর আগে একাধিক বিতর্কিত বিষয় উঠে এসেছে তার টোটোয়। তবে এবার সবকিছু ছাপিয়ে গিয়েছে অনুব্রত মণ্ডল বনাম কাজল সেখ সংক্রান্ত পোস্টার। যা এখন জেলার রাজনীতিতে চর্চার বিষয়।

Free Access