ad
ad

Breaking News

Hiran- Biman

প্রথমবারের বিধায়ক তাই বিধানসভার অধ্যক্ষের সতর্কবার্তা হিরন চ্যাটার্জিকে- কিন্তু কি কারনে?

তবে এই ধরনের ভুল যেন ভবিষ্যতে না হয় এবং যে তথ্য তিনি দেবেন সেটা যেন সঠিক হয়। বিধানসভার অধিবেশনে বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

First-time MLA Hiron Chatterjee gets warning from Assembly Speaker - but why?

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: জয় চক্রবর্তী: ‘পয়সা দিয়ে স্কচ পুরস্কার পেয়েছে রাজ্য সরকার’ এমন মন্তব্য করেছিলেন গেরুয়া শিবিরের বিধায়ক হিরণ চাটার্জী। তার অভিযোগের ভিত্তিতে স্বাধীকার ভঙ্গের নোটিশ আনে শাসক দল। নোটিশের জবাব দিয়েছেন হিরণ চ্যাটার্জী। কিন্তু সেই জবাব সঠিক তথ্যের উপর ভিত্তি করে নয়, অধিবেশনে জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: ভেষজ আবিরে বসন্ত উৎসবে মাতল স্কুলের ছাত্রীরা]

তবে অধ্যক্ষ নির্দেশ দিয়েছেন, হিরণ চাটার্জী, প্রথমবারের বিধায়ক তাই অনিচ্ছাকৃত ভুল মেনে নিয়ে ক্ষমা চাইতে হবে। তবে এই ধরনের ভুল যেন ভবিষ্যতে না হয় এবং যে তথ্য তিনি দেবেন সেটা যেন সঠিক হয়। বিধানসভার অধিবেশনে বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।