ad
ad

Breaking News

Asansol

বড় সাফল্য রাজ্যের, এই প্রথম সরকারি হাসপাতালে ক্যান্সার রোগীর ব্রেস্ট ট্রান্সপ্লান্ট

এরপরেই টেলিমেডিশনের সাহায্য নিয়ে পিজি হাসপাতালের স্তন ক্যান্সার রোগের চিকিৎসার হেড দিপ্তেন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়।

First time in the state! Breast transplant for cancer patient in government hospital

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: রাজ্যে এই প্রথম সরকারি জেলা হাসপাতালে ব্রেস্ট ট্রান্সপ্লান্ট করা হল এক ক্যান্সার রোগীর। আসানসোল জেলা হাসপাতাল রাজ্যের বিশিষ্ট শল্য চিকিৎসক তথা পিজি হাসপাতালের ব্রেস্ট চিকিৎসার সর্বময় কর্তা দিপ্তেন্দ্র সরকারের তত্ত্বাবধানে ও নেতৃত্বে এই ব্রেস্ট ট্রান্সপ্লান্ট  করা হয় এক মহিলার। 

জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আসানসোলের সালানপুর ব্লকের এক মহিলা তার স্তনে এটি টিউমার নিয়ে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন। সেখানে তার অপারেশনও হয়। অপারেশনের পর বায়াপসি রিপোর্টে দেখা যায় ওই মহিলার স্তনে ক্যান্সার রয়েছে। এমনিতে স্তন ক্যান্সারে স্তন বাদ হয়ে যাওয়ার কথা। কিন্তু ওই মহিলা চাননি যে তার স্তন বাদ পড়ুক। এরপরেই টেলিমেডিশনের সাহায্য নিয়ে পিজি হাসপাতালের স্তন ক্যান্সার রোগের চিকিৎসার হেড দিপ্তেন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান এই ক্ষেত্রে ব্রেস্ট ট্রান্সপ্লান্ট সম্ভব।কিন্তু তার জন্য খরচ রয়েছে। এরপরে এগিয়ে আসে আসানসোল পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ। তারাই এই  যাবতীয় খরচ বহন করেছেন।  

আসানসোল জেলা হাসপাতাল রাজ্যের বিশিষ্ট শল্য চিকিৎসক তথা পিজি হাসপাতালের ব্রেস্ট চিকিৎসার সর্বময় কর্তা দিপ্তেন্দ্র সরকারের তত্ত্বাবধানে ও নেতৃত্বে এই ব্রেস্ট ট্রান্সপ্লান্ট করা হয় ওই রোগীর। তার সঙ্গে ছিলেন বাঙ্গুর এম আর হাসপাতালের আরো একজন নামকরা শল্য চিকিৎসক রনিত রায়। আসানসোল জেলা হাসপাতালের শল্য চিকিৎসক টিম এই অপারেশনের সময় উপস্থিত ছিলেন । তারা পুরো অপারেশন নিরীক্ষণ করেন আগামী দিনে এই ধরনের অপারেশন জেলা হাসপাতাল স্তরে করার জন্য।

এই অপারেশন আসানসোল শুধু নয় গোটা রাজ্যের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে জানিয়েছেন দিপ্তেন্দ্র সরকার। তবে আগামী দিনে এই অপারেশনের খরচ কীভাবে জোগানো হবে তা নিয়ে ইতিমধ্যেই চিন্তা ভাবনা শুরু হয়েছে। প্রশাসনিক স্তরে বিষয়টি নিয়ে জানানো হয়েছে। যে এই ব্যায়বহুল অপারেশন যাতে বিনামূল্যে রোগীদের করা যায় সে বিষয়ে সরকার চিন্তা ভাবনা করুক।