ad
ad

Breaking News

ধূপগুড়ি

চলন্ত বাসে আগুন! আহত বেশ কয়েকজন যাত্রী

Bangla Jago YV Desk : চলন্ত সরকারি বাসে অগ্নিকাণ্ড। সোমবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি – জলপাইগুড়ি ৩১ নং জাতীয় সড়কের ময়নাগুড়ি রোড ও উল্লাডাবরির মাঝামাঝি এলাকায়। ঘটনায় বাসটির বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে। জানা গেছে, বানারহাট থেকে এনবিএসটিসির একটি বাস সোমবার সন্ধ্যা পাঁচটা নাগাদ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ধূপগুড়ি পৌছানোর পর বাসটির মধ্যে যান্ত্রিক […]

Bangla Jago YV Desk : চলন্ত সরকারি বাসে অগ্নিকাণ্ড। সোমবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি – জলপাইগুড়ি ৩১ নং জাতীয় সড়কের ময়নাগুড়ি রোড ও উল্লাডাবরির মাঝামাঝি এলাকায়। ঘটনায় বাসটির বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে। জানা গেছে, বানারহাট থেকে এনবিএসটিসির একটি বাস সোমবার সন্ধ্যা পাঁচটা নাগাদ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

ধূপগুড়ি পৌছানোর পর বাসটির মধ্যে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। এমনকি বাস থেকে পোড়া পোড়া গন্ধ পাওয়া যায় বলে বাসযাত্রীরা জানান। বাসের কন্ডাক্টর বাস চালককে বাসটি ধীরে চালানোর কথা বলেন বলেও জানান বাসযাত্রীরা। এরপর উল্লাডাবরি এলাকার কাছাকাছি পৌছাতেই বাস থেকে ধোঁয়া বেরোনোর কারণে বাসটি দাড়িয়ে পড়ে।

এরপর বাসটি দাউদাউ করে জ্বলে উঠে। বাস যাত্রীরা হুরমুড় করে নামতে থাকেন। তাড়াহুড়ো করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

FREE ACCESS