চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk:মাধব দেবনাথ,নদিয়া: গোপন সূত্রে খবর পেয়ে জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে একটি টিনের গোডাউনে হানা দিল জিন্দাল কোম্পানির প্রতিনিধি দল। মঙ্গলবার নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত পঞ্চানন তলার একটি টিনের গোডাউনে হানা দেয় তারা। শান্তিপুর থানার পঞ্চানন তলার বাসিন্দা তারক মহালদার। তার একটি টিনের গোডাউন রয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরেই সে ওই টিনের গোডাউনটি চালাচ্ছেন। এদিন হঠাৎ ওই টিনের কোম্পানির এক প্রতিনিধি দল বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে ওই গোডাউনে হানা দেয়।
মূলত তাদের কাছে খবর ছিল ওই টিন ব্যবসায়ী কোম্পানির নাম করে নকল টিন বিক্রি করছে। সেই তথ্যের ভিত্তিতেই গোডাউনে হানা দেয় তারা। গোডাউনে ঢুকে দীর্ঘক্ষণ তদন্ত চালানো হয়। যদিও নকল কোন টিনের হদিশ পাইনি সেই গোডাউন থেকে। অবশেষে জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে তারা ফিরে চলে যায়।
এবিষয়ে গোডাউন মালিক বলেন, আমরা নিয়ম এবং নিষ্ঠার সঙ্গেই এই ব্যবসা দীর্ঘদিন ধরেই করে আসছি। যেহেতু টিন বিক্রি নেই সেই কারণে গত একমাস আমি কোনো টিন কোম্পানির কাছ থেকে কিনিনি। সেই কারণেই ভুল তথ্য কোম্পানির কাছে গিয়ে থাকতে পারে আমি ডুপ্লিকেট টিন বিক্রি করছি। অবশ্য তারা এখানে এসে কোন নকল কিছু পাইনি।