ad
ad

Breaking News

Nadia

লক্ষাধিক টাকা সহ সর্বস্ব লুঠ, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

আর সেই রাতেই সর্বস্ব খোয়ালো সম্প্রতি বাড়ি তৈরি করে বসবাস শুরু এক পরিবার।

Everything including lakhs of rupees looted, CCTV footage released

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: আর পাঁচটা রাতের তুলনায় এদিন বেশি একটু বেশি ঘুমিয়ে পড়েছিলেন এই পরিবারের সদস্যরা। আর সেই রাতেই সর্বস্ব খোয়ালো নদীয়ার কৃষ্ণনগর কোতয়ালী থানার অন্তর্গত ও কৃষ্ণনগর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে সম্প্রতি বাড়ি করে বসবাস শুরু এক পরিবার।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের এক প্রবীণ সদস্যের শরীর খারাপের কারণে তারা প্রতি রাতেই সজাগ থাকতে হয় তাদের। তবে গতকাল রাতে অকাতরে ঘুমিয়ে পড়েছিলেন সকলে। ঘুমের স্প্রে করা হয়েছে বলেই তাদের প্রাথমিক অনুমান। মঙ্গলবার সকালে আলমারির চাবি বারান্দায় পড়ে থাকতে দেখে প্রথম সন্দেহ জাগে। এরপর খোঁজ তল্লাশি শুরু করলে লক্ষ্য করা যায় যে ওই বাড়ির মেয়ের ঘরের আলমারি থেকে বেশ কিছু সোনা রুপোর গহনা এবং প্রায় লক্ষাধিক টাকা উধাও হয়েছে।    

তবে, এ বিষয়ে কাউকেই সন্দেহ করতে পারছে না পরিবার। প্রায় মধ্যরাত পর্যন্ত পড়াশোনা  করে ওই মেয়েটি। সে প্রায় দুটো নাগাদ ঘুমায়। তারপরেই চুরি হয়েছে বলে সন্দেহ পরিবারের। তবে প্রমাণ হিসেবে রয়েছে সিসি ক্যামেরার ফুটেজ যা দেখিয়ে কোতোয়ালি থানাতে লিখিত অভিযোগ জমা করেছে ওই পরিবার। পুলিশ এসে খতিয়ে দেখে গেছেন গোটা বিষয়টি।   সেইমতো তদন্তও শুরু করেছে পুলিশ।