চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: বছর শেষ হলেই বিধানসভা নির্বাচন বাংলায়। যদিও এখন থেকেই ভোট পরিবেশ তৈরি হয়ে গিয়েছে গোটা রাজ্যে। দামামা বাজার সঙ্গে সঙ্গেই প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি ও বাম-কংগ্রেস সকলেই। এই আবহে ঘাসফুল শিবিরের তিন বিধায়ককে কেন্দ্রীয় এজেন্সি ইডি ও সিবিআই-এর নাম ব্য়বহার করে গ্রেফতারির হুমকি। এরপরই ৩ জনেই থানায় অভিযোগ দায়ের করেন।
জানা গিয়েছে, মহারাষ্ট্রের বেশ কয়েকটি প্রান্ত থেকে ফোনে এই জাতীয় হুমকি পাচ্ছেন গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল, বারুইপুর পূর্বের বিভাস সর্দার ও সোনারপুরের উত্তরের ফিরদৌসি বেগম। বিভাস সর্দারের তরফ থেকে যেই অভিযোগপত্র দায়ের করা হয়েছে, তাতে বলা হয়েছে যে মুম্বাইয়ের সিবিআই দফতর থেকে ফোন করে মোটা টাকা দেওয়ার চাপ দেওয়া হচ্ছে এবং তাতে রাজি না হওয়ায় পাঠানো হয় ব্যাংকে টাকা লেনদেনের নথি। তাতে উল্লেখ করা হয়েছে যে বিভাস সর্দার ৩ কোটি টাকা দিয়েছেন জনৈক সাদাকাত খান নামে জঙ্গি সংগঠনে যুক্ত এক ব্যক্তিকে এবং সেই কারণে গ্রেফতার করা হতে পারে তাঁকে। যদিও বিধায়কের বক্তব্য এই অভিযোগ মিথ্যে এবং এটি একটি ষড়যন্ত্র।
একইভাবে কোনও না কোনও বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলে হুমকি দেওয়া হয় সুব্রত মন্ডল ও ফিরদৌসি বেগমকে। তাঁদের কাছেও ইডি ও সিবিআইয়ের নামে ভুয়ো ফোন ও ইমেল আসে বলে অভিযোগ। তাঁদের তরফ থেকেও অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশে। দক্ষিণ ২৪ পরগনার তিন বিধায়ককে এইভাবে হুমকি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে সেই জেলায়। ঘাসফুল শিবির মনে করছে যে এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগাচ্ছে কেন্দ্র। সেক্ষেত্রে দেখার যে বিষয়টি শেষ পর্যন্ত কোন পথে এগোয়।