ad
ad

Breaking News

ধূপকাঠি

ধূপকাঠি দিয়ে দুর্গাপ্রতিমা গৃহবধূর সৃষ্টির তারিফ সকলের

Bangla Jago Desk: যে কোনও ধর্মীয় উৎসবে ব্যবহার হয় ধূপকাঠি। সেই ধূপকাঠির গন্ধে পবিবেশ হয়ে ওঠে আধ্যত্মিক। এবার সেই ধূপকাঠি দিয়ে আস্ত একটা দুর্গা প্রতিমা বানালেন এক গৃহবধূ। কোচবিহারের শহরের নতুন বাজার এলাকায় বাসিন্দা সোমা মুখার্জি এক বছরের প্রচেষ্টায় এই অসাধ্য সাধন করেছেন। তার এই সৃষ্টি দেখে মুগ্ধ হচ্ছে এলাকার মানুষ। পেশায় তিনি বেসরকারি স্কুলের […]

Bangla Jago Desk: যে কোনও ধর্মীয় উৎসবে ব্যবহার হয় ধূপকাঠি। সেই ধূপকাঠির গন্ধে পবিবেশ হয়ে ওঠে আধ্যত্মিক। এবার সেই ধূপকাঠি দিয়ে আস্ত একটা দুর্গা প্রতিমা বানালেন এক গৃহবধূ। কোচবিহারের শহরের নতুন বাজার এলাকায় বাসিন্দা সোমা মুখার্জি এক বছরের প্রচেষ্টায় এই অসাধ্য সাধন করেছেন। তার এই সৃষ্টি দেখে মুগ্ধ হচ্ছে এলাকার মানুষ। পেশায় তিনি বেসরকারি স্কুলের শিক্ষিকা। এক বছর ধরে একটু একটু করে কাজ করে তিনি দেবী দুর্গা প্রতিমা গড়েছেন।

স্কুল ছাড়াও সাংসারিক কাজ সেরে যে টুকু সময় পেতেন সেই সময়টুকু কাজে লাগিয়ে তিনি দেবী দুর্গার মূর্তি তৈরি করেন। গত বছরও তিনি তাক লাগিয়েছিলেন ফেলে দেওয়ার ওষুধের র‍্যাপার দিয়ে ৬ ইঞ্চির দুর্গা প্রতিমা বানিয়ে। এবারও তিনি তাক লাগিয়ে দিলেন পুড়ে যাওয়া ধূপবাতির অবশিষ্ট কাঠি দিয়ে ৬ ইঞ্চির দুর্গা প্রতিমা গড়ে। বেদি-সহ বাকি প্রতিমা নিয়ে উচ্চতা হয়েছে ১১ ইঞ্চি। এমন কাজ করে ইতিমধ্যে তিনি রেকর্ড বুকে নাম তুলেছেন।

এখন তাঁর লক্ষ্য গিনেস বুকে নাম তোলা।বাতিল জিনিস দিয়ে নানা সামগ্রী বানান অনেক মানুষ। তাঁদের সেই শিল্প মানুষের তারিফ পায়। একটু অন্যরকম ভাবনাচিন্তা যারা করেন, তারাই এই ধরনের শিল্প সৃষ্টি করেন। তাঁদেরই একজন হলেন সোমদেবী। ধৈর্য ও নিষ্ঠা দিয়ে তিনি যে দুর্গাপ্রতিমা গড়েছেন, তা আজ নজর কাড়ছে এলাকার মানুষের। এমন কাজ করে আনন্দ পান সোমাদেবী। একটি শিল্প শেষ হলেই আবার নয়া শিল্প সৃষ্টির ভাবনা শুরু হয় তাঁর।

Free Access