সোমবার শিয়ালদা দক্ষিণ শাখায় আরো ১০ টি EMU লোকাল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (ছবিঃ সংগৃহীত)
Bangla Jago Desk: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমালের তান্ডব। যার ফলবশত কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানে শুরু হয়ে গিয়েছে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। তাছাড়াও ভারী বর্ষণের কারণে বিপর্যস্ত হয়ে গিয়েছে পরিবহন ব্যাবস্থা। অন্যান্য দিনের তুলনায় রবিবার বেলা গড়াতেই কমে গিয়েছে রাস্তায় পরিবহনের মাত্রা। সূত্রের খবর এখনও পর্যন্ত প্রায় ১০০কিমি দূরে অবস্থান করছে রেমাল। তবে রাত বাড়ার সঙ্গে যখনই এই ঘূর্ণিঝড় শুরু করবে নিজের তাণ্ডবলীলা, সেই কথাই মাথায় রেখে ২৭শে মে সোমবার আরও ১০টি ট্রেন বাতিলের ঘোষণা করে দিল পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন।
তাঁরা এদিন জানিয়েছেন যে, সোমবার শিয়ালদা দক্ষিণ শাখায় আরো ১০ টি EMU লোকাল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ১০ টি ট্রেন বাতিল হচ্ছে সেগুলি হল সেগুলি হল,
শিয়ালদা – সোনারপুরঃ 34426,34424,
শিয়ালদা – বারুইপুরঃ 34614/34613,
বারুইপুর – লক্ষ্মীকান্তপুরঃ 34332/34331,
সোনারপুর – ডায়মন্ড হারবারঃ 34882/34881,
এবং ডায়মন্ড হারবার – বারুইপুরঃ 34891/34892
এদিন তাঁদের তরফ থেকে এই ট্রেন গুলি বাতিলের কথা জানিয়ে দেওয়া হয়েছে। একেতেই সপ্তাহের প্রথম দিন, সেখানে রেমালের এহেন চোখরাঙানি কথাও অস্বস্তিতে ফেলেছে বঙ্গবাসীকে।
তাছাড়াও এমন বিপর্যয়ের সম্মুখে রয়েছে যখন সবাই, সঙ্গে সোমবার যে পরিবহণ ব্যাবস্থাতেও ঘাটটি দেখা যাবে তখন, প্রত্যেক দিনের অফিস যাত্রীরা কীভাবে যাতায়াত করবেন সেটাই বর্তমানে ভাবাচ্ছে সকলকে। অনেকেই আছেন যাদের নানান ব্যক্তিগত প্রয়োজন, বা হাসপাতাল-সহ নানা কাজে বাইরে বের হতে হয়। ব্যবসার প্রয়োজনেও বহু মানুষ জেলা থেকে কলকাতায় আসেন। কিন্তু, একযোগে আবারও ১০টি ট্রেন বাতিল থাকায় যাত্রী দুর্ভোগ যে চরমে উঠবে তা বলার অপেক্ষা রাখে না।